ডিজিটাল আই ডেক্স
মালদ্বীপের পার্লামেন্টে অধিবেশন চলাকালে মারামারিতে জড়িয়েছেন দেশটির ক্ষমতাসীন জোট ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা।এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রোববার ২৮ জানুয়ারি প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জোর মন্ত্রী সভার সদস্যদের অনুমোদন দিতে ডাকা সংসদের বিশেষ অধিবেশনে এই ঘটনা ঘটে ।
নতুন চার মন্ত্রীকে মন্ত্রী সভায় যোগু দানের বিলে অনুমোদন দিতে অসম্মতি জানান বিরোধী দলের এমপিরা। এই কারনে বিরোধী দলের এমপিদের কে চেম্বারে প্রবেশে বাঁধা দেন সরকার দলের সংসদ সদস্যরা । এই সময় সরকার ও বিরুদ্ধী দলের মাঝে কথা কাটাকাটি’র এক পর্যায় হাতাহাতি-মারামারি শুরু করে ।
এমন সময় পরিস্থিতি এমন হয় যে এটি
পার্লামেন্ট না যুদ্ধক্ষেত্র তা বুঝা মুশকিল চুল ধরে টানা, কিল ঘুসি, দেওয়া, মাটিতে ফেলে দিয়ে, পা ধরে টেনে নিয়ে যাওয়া- কিছুই বাদ গেল না।
এমনকি স্পিকারের কানের কাছে ভেঁপুও বাজিয়ে চলে লাগাতর।
সবমিলিয়ে কার্যত রেসলিং খেলার রিং এর মত কার্যত ভোট শুরু হতেই রণক্ষেত্র হয়ে ওঠে মালদ্বীপের সংসদ।