1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিথ্যা খবর প্রকাশের প্রতিবাদে গার্ডিয়ান-মানবজমিনের বিরুদ্ধে গার্মেন্টস শ্রমিক সংগঠনের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার চকরিয়া আবাসিক মহিলা কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা হোক -অধ্যাপক ডাঃ বাচ্চু নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ৬ হাজার কম্বল পেল শীতার্ত মানুষ 

মিথ্যা খবর প্রকাশের প্রতিবাদে গার্ডিয়ান-মানবজমিনের বিরুদ্ধে গার্মেন্টস শ্রমিক সংগঠনের মানববন্ধন

আল হাসান মোবারক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ১৮৭ বার

আল হাসান মোবারক,স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা এবং বাংলাদেশের মানবজমিন পত্রিকায় গার্মেন্টস নারী শ্রমিকদের নিয়ে মিথ্যা, বানোয়াট ও অপমানজনক খবর প্রচার করার প্রতিবাদে মানব-বন্ধন করেছে গার্মেন্টস শ্রমিকদের ৭টি সক্রিয় সংগঠন।

মঙ্গলবার(২ জানুয়ারি ২০২৪ইং) সকাল ১১.০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব এর সামনে গার্মেন্টস শিল্পের সক্রিয় ৭টি শ্রমিক ফেডারেশন যথাক্রমে- রেডিমেড গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশন, মুক্ত গার্মেন্ট শ্রমিক ফেডারেশন, সম্মিলিত শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, বাংলাদেশী গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং জয় বাংলা জাতীয় শ্রমিক ফেডারেশন এর যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রভাবশালী মিডিয়া যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা এবং বাংলাদেশের মানবজমিন পত্রিকায় গার্মেন্টস নারী শ্রমিকদের নিয়ে মিথ্যা, বানোয়াট ও অপমানজনক খবর প্রচার করার প্রতিবাদে তারা সম্মিলিত ভাবে মানব-বন্ধন কর্মসুচী পালন করেন।
কর্মসূচীতে ০৭ (সাত) টি শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় ও আঞ্চলিক এবং বিভিন্ন পেশাক শিল্পের বেসিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকবৃন্দ অংশগ্রহন করেন।

কর্মসূচীতে সভাপতিত্ব করেন রেডিমেট গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি জনাব লাভলী ইয়াসমিন। কর্মসূচী সঞ্চালনা করেন, সম্মিলিত শ্রমিক ফেডারেশন এর সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোঃ নাহিদুল হাসান নয়ন।

মানব-বন্ধন কর্মসূচীর সভাপতি বিশিষ্ঠ শ্রমিক নেতা জনাব লাভলী ইয়াসমিন বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাক শিল্প। বিগত তিন দশকে এই খাতে উৎপাদন ব্যবসা দ্রুত প্রসারিত হয়েছে। বাংলাদেশ পোশাক শিল্প পৃথিবীর ২য় বৃহত্তম আন্তর্জাতিক পোশাক খাত, ২০২১-২২ অর্থবছরে দেশের জিডিপিতে তৈরি পোশাক খাতের অবদান ছিল ১১ শতাংশ এবং বাংলাদেশ থেকে মোট রপ্তানিতে জিডিপিতে ৮৪ দশমিক ৫ শতাংশ অবদান রাখে, যা প্রায় ৪ হাজার ৭০০ কোটি ডলারেরও বেশি। তবে সম্প্রতি ব্রিটেনের সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানে বাংলাদেশি এক নারী পোশাক শ্রমিকের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতির কারণে জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ায় রাতে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছেন নারী পোশাক শ্রমিকরা। উক্ত প্রতিবেদনে এক নারী শ্রমিকের জীবনকাহিনী তুলে ধরা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট যা বাংলাদেশ ও বাংলাদেশের গার্মেন্টস শিল্প ধংসের লক্ষ্যে অপপ্রচার। আমরা উক্ত ভিত্তিহীন, বানোয়াট প্রতিবেনকারী সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ান এবং দৈনিক মানবজমিন পত্রিকাকে রাষ্ট্রীয় বিচারের আওতায় আনার জোর দাবী জানান।

মুক্ত গার্মেন্ট শ্রমিক ফেডারেশন এর সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা রানী খাঁন তার বক্তৃতায় বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতে মোট শ্রমিক রয়েছেন প্রায় ৩৬ লাখ এর মধ্যে ৬৫ শতাংশই নারী শ্রমিক। এই সেক্টরের শ্রমিকরা রাত দিন কঠোর পরিশ্রম করে উৎপাদিত পন্যের মান বৃদ্ধি করে দক্ষতা ও অধিক উৎপাদনশীলতা বজায় রেখে দেশ ও শিল্পের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। অথচ সেই নারী শ্রমিকদের বিরুদ্ধে কিছু অসাধু সংবাদ মাধ্যম, সাংবাদিকগন প্রতিনিয়ত মিথ্যাচার করে দেশে ও দেশের পোশাক শিল্পকে ধংস করা লক্ষ্যে বিভিন্ন ভাবে মিথ্যচার করে যাচ্ছে। আমরা আজকের এই মানব-বন্ধন কর্মসূচীর মাধ্যমে ইউকে ভিক্তিক সংবাদপত্র দ্যা গার্ডিয়ান এবং বাংলাদেশী সংবাদপত্র মানবজমিন এর বিরুদ্ধে প্রসাশনিক তদন্তপূর্বক কঠিন শাস্তির দাবী জানাই।

মানববন্ধনে বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশন এর সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার বলেন, বর্তমান সরকারের শ্রমবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে চলতি বছরের ৮ নভেম্বর শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারন করেন যা ১লা ডিসেম্বর’২০২৩ইং কার্যকর হয়েছে। মজুরী বাস্তবায়নের এই সময়েই দ্যা গার্ডিয়ান এবং দৈনিক মানবজমিন গার্মেন্টস শ্রমিক ও নারী শ্রমিকদের নিয়ে বানোয়াট ও অপমানজনক সংবাদ প্রকাশ করায় আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রত্যাখান করছি এবং তাদের বিরুদ্ধ শাস্তি জানান।

সম্মিলিত শ্রমিক ফেডারেশন এর সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা নাহিদুল হাসান নয়ন বলেন-কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে আমাদের দেশের পোশাক খাত এবং নারী শ্রমিকদের নামে শুজব ছড়িয়ে বিশ্বের দরবারে মেইড ইন বাংলাদেশের সুনাম প্রশ্নবিদ্ধ করছে। যে শ্রমিকদের শ্রমের ঘামে ঘোরে বাংলাদেশের অর্থনীতির চাকা, যে নারী শ্রমিকদের বলা হয় গোল্ডেন গার্ল সেই নারী শ্রমিকদের হেয় প্রতিপন্ন করে যৌনকর্মী হিসেবে আখ্যায়িত করে নারী-নীতি, মহামান্য হাইকোর্টের নির্দেশনা ও আইএলও কনভেনশন-১৯০ লংঘন করেছে। অনতি বিলম্বে তারা বাংলাদেশের নারী শ্রমিকদের কাছে এবং রাষ্ট্রের কাছে জবাবদিহি না করলে তাদের বিরুদ্ধে কোনো জরিপ এবং তথ্য উপাত্ত ছাড়াই এমন নেতিবাচক সংবাদ প্রচার করার কারনে যৌন নির্যাতনকারী হিসেবে মানহানির মামলা করার অনুরোধ করছি। একই সাথে দেশের সকল শ্রমিক সংগঠনকে একযোগে দ্যা গার্ডিয়ান এবং দৈনিক মানবজমিন এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানাচ্ছি।

উক্ত মানব-বন্ধন কর্মসুচীতে আরোও বক্তব্য রাখেন বাংলাদেশী গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশন এর সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোরশেদ আলম, বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশন এর সংগ্রামী সাধারন সম্পাদক জনাব আব্দুল্লাহ বাছিদ, সম্মিলিত শ্রমিক ফেডারেশন এর কার্যকরি সভাপতি জনাব আমি, বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশন এর শিক্ষা ও গবেষনা সম্পাদক জনাব ফারিয়া, শ্রমিক নেতা সাগর আহমেদ বাদশা, জুলহাস ভূইয়া, তারেক আহমেদ, রূপালী আক্তার, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, দিদারুল আলম, বাদশা মিয়া, আল-আমিন হোসেনসহ ০৭ (সাত) টি শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় ও আঞ্চলিক এবং বিভিন্ন পেশাক শিল্পের বেসিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ।

মানব-বন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সংগ্রামী সভাপতি জনাব বাহারানে সুলতান বাহারসহ প্রমূখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম