1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে শুক্লাম্বর দিঘির মেলায় পুণ্যার্থীদের ঢল। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হারবাং পহরচাঁদা ইক্বামতে দ্বীন সংগঠনের দুই দিনব্যাপী ২৪তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল শ্রীপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন মিফতাহুল জান্নাত’ মহিলা মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে এমজেএল বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিও কর্মীদের মারপিট-শ্লীলতাহানী — গ্রেফতার-২ জন ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জের পাকা রাস্তার উপর প্রাচীর নির্মাণ, চলাচলের ভোগান্তিতে ৪০ টি পরিবার ! ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বসেছিলো বিনা পয়সার বাজার, সদাই কিনলেন ২’শ দরিদ্র মানুষ ফ্যাসিস্ট খুনী শেখ হাসিনা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে শোকের নাটক করেছিল। এমন ঘৃণ্য আচরণ শুধুমাত্র একজন পিশাচের পক্ষেই করা সম্ভব — মাহমুদুর রহমান মাগুরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী পান্না খাতুনের অপসারণের দাবিতে মানববন্ধন 

চন্দনাইশে শুক্লাম্বর দিঘির মেলায় পুণ্যার্থীদের ঢল।

এস.এম.জাকির চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ২৩৫ বার

কনকনে শীত অপেক্ষা করে মনের বাসনা পূরণ করতে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ একসাথে স্নানের জন্য বরমা শুক্লাম্বর দিঘিতে নেমে পড়ে। এই যেন তাদের অগাধ বিশ্বাস স্থাপনের মধ্য দিয়ে ঠান্ডা পানিতে গোসল করা।

 চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বরমা ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘির মেলায় যার যার মনোবাসনা পূরণ করতে শুক্লাম্বর দিঘির পাড়ে এসেছে পুণ্যার্থীরা। যে যার সাধ্যমত ছাগল, কবুতর, গাভীর দুধ, স্বর্ণালংকার দান ও প্রসাদ বিতরণ করেছেন। গতকাল ১৫ জানুয়ারি পৌষ সংক্রান্তি শেষে মাঘ মাসের প্রথম দিন বসে এ মেলা। উপজেলার বরমা বাইনজুরী গ্রামে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘি সনাতন ধর্মাবলম্বীদের দর্শনীয় স্থান নামে পরিচিত। এ দিঘিতে মানত করে মনোবাসনা পূরণ হয় বলে তাদের ধারণা। প্রতিবছর ১ মাঘ এ দিঘিকে কেন্দ্র করে বসে বিশাল মেলা। সে মেলায় বাংলাদেশের বিভিন্ন এলাকাসহ পার্শ্ববর্তী ভারত, নেপাল, ভুটান থেকে আসে সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ মানত নিয়ে এ পীঠমন্দিরে আসে। মেলার দিন সকাল থেকে রাত পর্যন্ত পুণ্যার্থীদের ঢল নামে।
স্থানীয়ভাবে জানা যায়, পার্শ্ববর্তী দেশ ভারতের নদীয়া থেকে ধর্ম প্রচারের জন্য আসা শুক্লাম্বর ভট্টাচার্যের ধর্মদেশনা স্থানে ২ শতাধিক বছর পূর্বে শুক্লাম্বর ভট্টাচার্যের নামে এ মেলা প্রতিষ্ঠা করেছিলেন প্রয়াত নিত্যানন্দ বৈলয়। শুক্লাম্বর দিঘিকে কেন্দ্র করে পৌষ সংক্রান্তিতে এ মেলা দিঘির পাড়ে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে থাকে। লোকজন বিভিন্ন মেলা ছাড়াও বছরের প্রতিদিন কেউ না কেউ এ পীঠমন্দিরে তাদের মানত নিয়ে আসতে দেখা যায়। তবে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে এর সংখ্যা বেশি থাকে। স্থানীয়দের মতে, শুক্লাম্বর ভট্টাচার্য এ দিঘির পাড়ে বসে ধ্যানে মগ্ন থাকতেন। দীর্ঘদিন
ধ্যানে মগ্ন থাকতেন। দীর্ঘদিন ধ্যান মগ্নে থাকার পর ২ শতাধিক বছর পূর্বে তিনি ইহ জগত ত্যাগ করলে, তাকে এ দিঘির পাড়ে সমাহিত করা হয়। তার সমাহিত স্থানে একটি অর্শ্বথ বৃক্ষ বিশাল জায়গা জুড়ে স্মৃতি হিসেবে দাঁড়িয়ে আছে। পূজারীরা এ অর্শ্বথ বৃক্ষের ডালে সুতা বাঁধে মনোবাসনা পূরণের আশায় এবং কবুতর ছেড়ে দেয়। মন্দিরের জন্য মানত করা শত শত ছাগল বলী দেয়। বিভিন্ন পূজনীয় দান মন্দিরে উৎসর্গ করেন মেলায় আসা পুজারীরা। তাছাড়া দিঘীতে মেলার দিনসহ বিভিন্ন সময়ে গাভীর দুধ ঢেলে দেয়, স্নান করে তাদের মনোবাসনা পূরণের জন্য। দিঘির দক্ষিণ পাড়ে একটি শিবমন্দির রয়েছে। যেখানে হিন্দু সম্প্রদায়ের মহিলারা তাদের সন্তানদের জন্য মানত করে পূজা দেয়, তাদের সে মনোবাসনা পূরণ হয় বলেও তাদের বিশ্বাস।
এছাড়া সারাবছর বিভিন্ন মানত নিয়ে পুণ্যের লক্ষ্যে দিঘিতে দুধ, ছাগল, কবুতর, ফল-ফলাদি উৎসর্গ করে থাকেন সনাতন ধর্মের অনুসারীরা। তাদের মতে দিঘির পানিতে উৎসর্গকৃত দুধ পানির সঙ্গে না মিশে তলদেশে চলে যায়। তাছাড়া এক সময় ছেলে-মেয়ের বিয়ের জন্য আবেদন জানালে বিয়ের সকল সরঞ্জাম দিঘিতে ভেসে উঠার অনেক গল্প-কাহিনীও রয়েছে। এ রকম নানা উপাখ্যান আছে দিঘিটিকে ঘিরে। তাদের বিশ্বাস এখানে দুধ, ছাগল, কবুতর এমনকি স্বর্ণের অলংকার উৎসর্গ করলে মনের সব বাসনা পূর্ণ হবে। আর তাই সারা বাংলাদেশের হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষের নানা মনের বাসনা পূরণের লক্ষ্যে মানুষগুলো একই মোহনায় মিলিত হয় শুক্লাম্বর দিঘিতে পৌষ সংক্রান্তির এ মিলন মেলায়। এখানে দিনব্যাপী চলে পূজা-উৎসব। সে সাথে প্রত্যেকে স্ব-স্ব ধ্যানে-জ্ঞানে মগ্ন থাকে পূজা-অর্চনায়। পুণ্যার্থীদের ভিড়ে এ দিনটি উৎসব মুখর থাকে দিঘীর চারপাশ। মেলায় আসা পুণ্যার্থী পুরুষ-মহিলার একসাথে দিঘির চারপাশে ১০টি ঘাটে স্নান করার দৃশ্য লক্ষণীয়। সে সাথে অর্শ্বথ বৃক্ষে শত শত কবুতর অবস্থান করে, যা সবার নজর কাড়ে। একইভাবে পুণ্যার্থীদের দানের স্তূপ পড়ে যায় এ পীঠমন্দিরে যা ব্যবহার করে মন্দিরের পরিচালনা পরিষদ মন্দির সংস্কার ও নির্মাণ কাজে। মেলা পরিচালনাকালীন থানা অফিসার ইনচার্জ ওবাইদুল ইসলাম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বরমা ইউপি চেয়ারম্যান মো: খোরশেদ আলম টিটু, আ’লীগ নেতা আহসান ফারুক, মধু সুধন দত্ত, এড. রতন কুমার সেন, ডা. বিধান চন্দ্র ধর, ডা. কাজল বৈদ্য, মেম্বার নওশা মিয়া, শওকত হোসেন টিপু, কৃষ্ণ চক্রর্তী, আনিসুর রহমান, দিলীপ ভট্টাচাযর্য, জয়দেব গাঙ্গুলি, অশোক দত্ত, বিধান দেব, হারাধন ধর, নৃপতি দত্ত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম