চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসভা পাঠানি পুল এলাকায়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করছে একটি প্রভাবশালী চক্র। সরকারি খতিয়ানভুক্ত এই জমি উদ্ধারে গত বুধবার অভিযান চালিয়ে লাল পতাকা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার দোহাজারী পৌরসভাধীন পাঠানি পুল এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে ড্রাম সিট ও ত্রিপল দিয়ে আড়াল করে রেখে চালাচ্ছেন নির্মাণকাজ। এতে ভেতরে ছয়টি দোকানঘর নির্মাণ করা হচ্ছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের নির্দেশনায় অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। এ সময় তিনি খাস খতিয়ানভূক্ত ভূমিতে সরেজমিনে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে, লাল পতাকা দিয়ে সীমানা নির্ধারণ করে দেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, খবর পেয়ে গত বুধবার অভিযান চালানো হয়। এ সময় খাস খতিয়ানভূক্ত জমিতে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে লাল পতাকা দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।