শেরপুরের নকলা উপজেলার কলাপাড়া বাজার জামে মসজিদে পবিত্র শবেবরাত উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মসজিদের সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ খাইরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন , কলাপাড়া বড় জামে মসজিদের খতিব মাওলানা ফখরুল আলম, কলাপাড়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা ছাইফুল ইসলাম ও মাওলানা লুৎফর রহমান প্রমুখ। এসময় কলাপাড়া জামে মসজিদের সভাপতি আতিকুর রহমান সোহেল , সহসভাপতি মাওলানা হারুনুর রশিদ,নকলা উপজেলা আওয়ামীলীগের সদস্য আলমগীর আজাদ, শহিদুল আলম, কলাপাড়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কদ্দুস মাস্টার, সাধারণ সম্পাদক নাজমুল হক সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ গ্রহণ করেন ।