মোঃ সাইফুল্লাহ ;
মাগুরার শ্রীপুরে
মাগুরার শ্রীপুরেকৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে কৃষি ঋণ বিতরণ হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সোনালী ব্যাংক শ্রীপুর শাখার আয়োজনে সব্দালপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা শেষে কৃষকদের হাতে কৃষি ঋণ চেক তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
শ্রীপুর সোনালী ব্যাংক পিএলসি শাখা ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উক্ত শাখার সিনিয়র অফিসার তন্ময় আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) শ্যামানন্দ কুণ্ডু, সব্দালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন। সব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামসহ অন্যরা।
প্রধান অতিথি ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন জানান, সব্দালপুর ইউনিয়নের ১১ জন কৃষকের মাঝে ৯ লাখ ৮৪ হাজার টাকা স্বল্প সুদে কৃষি ঋণ বিতরণ করা হলো। এই সহযোগিতা পেয়ে কৃষকেরা বেশ উপকৃত হবেন বলে আশা করছি।