1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ! আহত-৬ আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির রাউজান পৌর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম- সম্পাদক ইকতিয়ার বিআইডব্লিউটিএর সিভিল ও সার্ভেয়ার জটিলতার অবসায় চায় কর্মকর্তারা ভুয়া চিকিৎসা সেবায় জরিমানা ১০ হাজার: সাংবাদিকদের হুমকি

মাগুরায় রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ! আহত-৬ আটক-১

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯৩ বার

মোঃ সাইফুল্লাহ

মাগুরার দ্বারিয়াপুর পীর সাহেবের মসজিদ সংলগ্ন প্রতিবেশীদের বসতবাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ৬ জন কমবেশী আহত হয়েছে। এ ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল বিকেলে জেলার দ্বারিয়াপুর ইউনিয়নের দ্বারিয়াপুর পীর সাহেবের দরবার শরীফের মসজিদের অজুখানা, টয়লেট ও প্রস্রাবখানা নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় প্রতিবেশীদের সাথে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নওয়াবুল ইসলামের সাথে বিরোধ হয়। এ সময় মাজার ও মসজিদের পূর্ব পাশের বাড়ির মালিকরা তাদের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে বলে বাঁধা দেয়। এ বাঁধা দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষে ৩০ থেকে ৪০ জন মারামারিতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় একই গ্রামের আলম মোল্যার ছেলে সজল মোল্যা (৩৫) ও উজ্জল মোল্যা (৩২), আলাউদ্দিন মোল্যার দুই ছেলে শামীম মোল্যা (৪৫) ও টিটো মোল্যা (৪০), রিপনের স্ত্রী হাসিনা বেগম (৩৮), লিটনের ছেলে লিমন মোল্যা (২৮) আহত হয়। আহতরা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল ও স্থানীয় দ্বারিয়াপুর হাসপাতালে চিকিসাধীন রয়েছে।

আহত উজ্জল জানান, মসজিদের পার্শ্ববর্তী বসবাসরত অনেক মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। সেখানে রাস্তার অনেকাংশ দখল করে টয়লেট ও অজুখানা নির্মাণ করা হচ্ছে। আমরা এ বিষয়ে মসজিদের সাধারণ সম্পাদককে জানালে তিনি তখন বিষয়টি দেখার কথা বলে চলে যায়। এরপর হঠাৎ দলবল নিয়ে এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। বাড়িঘর লুট করে নিয়ে যায়। আমার স্ত্রীর শরীরের গরম পানি ঢেলে দেয় তারা। এতে আমার স্ত্রীর শরিরের অনেক স্থান ঝলসে যাই।

মেয়ে জামাই বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার পারুল বেগম জানান, হঠাৎ একজনের মাথার প্রচন্ড আঘাত করে নওয়াবুল মাস্টারের লোকজন। তাকে উদ্ধার করতে সেখানে গেলে আমার উপরে ইট পাটকেলে নিক্ষেপ করে। এ সময় আমি আহত হয়।

আহত হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হাসিনা বেগম জানান, দু-পক্ষের মারামারি ঠেকাতে গেলে পিছন থেকে লাঠির আঘাতে আহত হই। মাথায় ইটের আঘাত লাগায় আমি আর কিছু বুঝে উঠতে পারিনি৷

এ বিষয়ে দারিয়াপুর দরবার শরীফ মসজিদের সাধারণ সম্পাদক নওয়াবুল ইসলাম মুঠোফোনে জানান, জায়গাটা আসলে দরবার শরীফ মসজিদের। আমরা সেখানে সরকারি বাথরুমের কাজ করতে গেলে তাদের বাড়ির নারী-পুরুষেরা আমাদের উপর ইটপাটকেল মারতে শুরু করে। ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে শ্রীপুর থানা ওসি তদন্ত গৌতম কুমার জানান, এ ঘটনার পর পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম