চট্টগ্রাম আনোয়ারা শাখা আইএফআইসি ব্যাংকের উদ্যোগে প্রতিবেশী পিঠা উৎসব-২৪ পালিত হয়েছে। মৌসুমী বাহারি রঙ্গের পিঠার ভিন্ন চিত্র ফুটে উঠে ব্যাংকের ভেতরে।বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় আইএফআইসি ব্যাংকের আনোয়ারা -শাখায় উদ্যোগে মৌসুমী পিঠার উৎসবের আয়োজন করা হয়। এসময় টেবিলে থরেথরে সাজানো ছিল বাপা পিঠা, চিতল পিঠা,ল্যাদা পিঠা,পাটিসাপটা, নারিকেল পিঠা, জামাই পিঠা, ডালের পিঠা, তেলের পিঠা, নানা ধরনের মোওয়াসহ বিভিন্ন স্বাদের দেশীয় পিঠা।পিঠা উৎসবে উপস্থিত ছিলেন আইএফআইসি পিএলসি ব্যাংকের আনোয়ারা শাখার ব্যবস্থাপক মো ছৈয়দ গোলাম কিবরিয়া কাস্টমার সার্ভিস ম্যানেজার,মোহাম্মদ তোফাজ্জল হোসেন, লোন পারফরম্যান্স অফিসার নাসরিন সুলতানা নিসাত মার্কেটিং অফিসার মো: এমদাদুল হক।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত ছিলেন সাবেক চেযারম্যান শামশুল হক,সাংবাদিক বদরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহিম সওদাগর , টিপু ভাই, জাপর এন্ড ব্রাদার্স, ইসহাক, রহিম রাসেল , মফিজসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ গ্রাহক। পিঠা উৎসবে আগত অতিথিরা পিঠা পরিচিতি ও সংক্ষিপ্ত আলোচনা হয়। পরে সকলের মাঝে পিঠা আপনার করা হয়।
ব্যাংকের আনোয়ারা শাখার ব্যবস্থাপক ছৈয়দ গোলাম কিবরিয়া জানান, বাংলা ঐতিহ্যের সাথে মিশে আছে মৌসুমী পিঠা উৎসব। সম্মানিত গ্রাহকদের পিঠা প্রদর্শন ও আপ্যায়নের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যকে মনে করিয়ে দিতে আমাদের এই আয়োজন। পরবর্তী দিনগুলোতে আমাদের আয়োজন অব্যাহত থাকবে।