দিনাজপুরে ৫১ সদস্য বিশিষ্ট জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের গ্রাম সমবায় প্রকল্প বাস্তবায়ন প্রচার কমিটি গঠন সম্পন্ন হয়েছে ।
৩১ জানুয়ারি বুধবার সকালে দিনাজপুর নিমনগর বালুবাড়িস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আরিফ খান ইউসুফ জাই এর সভাপতিত্বে কমিটি গঠন বিষয়ক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সাধারন সভার মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, দেশের কৃষি সংকট মোকাবেলা ও সঠিক পদ্ধতিতে চাষাবাদ করে যাতে কৃষক লাভবান হতে পারেন এবং কৃষিতে ব্যাপক উন্নয়ন হয়় এর জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাম সমবায়় নামে যে পরিকল্পনা রেখে গেছেন, সেই গ্রাম সমবায় প্রকল্প চালু করতে হবে। এতে করে কৃষি উৎপাদনে আমুল পরিবর্তন সাধিত হবে।
তারা আরো বলেন, গ্রামের মাঝারি কৃষক, ছোট কৃষক, বর্গা চাষী, বেকার মানুষ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী আদিবাসীসহ সকলের সমন্বয়ের মাধ্যমে গ্রাম সমবায় প্রকল্প গড়ে তুলতে হবে। জাতির অর্থনীতি প্রবৃদ্ধি অর্জনের জন্য কৃষি খাত সবচেয়ে বেশি অবদান রাখতে পারবে। এসময় তারা, সেই লক্ষ্য অর্জনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গনতন্ত্রের মানসকন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনাকে প্রধান ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠিত সাধারণ সভায় আরিফ খান ইউসুফ জাইকে আহবায়ক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে যথাক্রমে সহিদুল ইসলাম, হাসানুর জামান দুলাল, সওকত মোল্লাা এবং বিশ্বনাথ সিংকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এছাড়াও কার্য্যকরী সদস্য হিসেবে মোঃ রফিকুল ইসলাম, মোঃ ইকবাল, মোঃ জাকের হোসেন, মি: গোপাল কিসকু, মোঃ মিন্টু , মানিক হেমরম,জীবন সিং,জাগনা মার্ডি,রতন মার্ডি,রেখা হাঁসদা,যোসেফ মার্ডি,শোভা রানী ও ওসমান আলীসহ ৫১ সদস্য বিশিষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের গ্রাম সমবায় প্রকল্প বাস্তবায়ন প্রচার কমিটি গঠন করা হয়েছে।