1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে মতবিনিময় সভায় জেলা প্রশাসক জিলুফা সুলতানা- সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে তাকমীলে হাদিস সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা চকরিয়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৪৭জন কর্মকর্তা-কর্মচারীর “অবসর সংবর্ধনা” তারুণ্যের উৎসব’ উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ-ব্যারিস্টার সজিব হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় খেলাফত মজলিসের কমিটি গঠন মাগুরার বিশাল কর্মী সমাবেশে জামায়াতের আমীর- সমর্থন দিন, স্বপ্নের মানবিক দেশ গড়বো ইনশাল্লাহ হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

নবীগঞ্জে মতবিনিময় সভায় জেলা প্রশাসক জিলুফা সুলতানা- সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪২ বার

হাবিবুর রহমান চৌধুরী শামীম

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা বলেছেন- আমাদের সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যার যার অবস্থানে শ্রম দিয়ে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলতে কাজ করতে হবে। আর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।১৫ ফ্রেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, শিক্ষক, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে বক্তৃতাকালে জেলা প্রশাসক এসব কথা বলেন।জেলা প্রশাসক বলেন- বতর্মান
সরকার শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে, মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলতে হলে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ায় আগ্রহী হতে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে, শিক্ষকরা বই পড়ে আলোকিত হলে ছাত্রছাত্রীরা আলোকিত হবেন। বই পড়ার মধ্য দিয়ে জ্ঞানের পরিধি আরও বৃদ্ধি করতে হবে, বই পড়ার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন- নবীগঞ্জ শহরের যানজটসহ সকল সমস্যা দূরকরণে সবাইকে একযোগে কাজ করতে হবে, সবার নাগরিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে সমস্যা দূর করা সম্ভব। তিনি হবিগঞ্জ জেলার ইতিহাস ঐতিহ্য বাংলাদেশ তথা পুরো বিশ্বের সামনে তোলে ধরতে সকলের সহযোগীতা কামনা করেন।নবীগঞ্জ উপজেলা প্রশাসনের
আয়োজনে উক্ত মতবিনিময় সভায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও প্রকল্প জীবিকায়ন কর্মকর্তা শাকিল আহমদের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহীন দেলোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূর উদ্দীন (বীরপ্রতীক), বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন সিদ্দিকী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুর নূর, করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, শিক্ষক প্রতিনিধি বিপুল চন্দ্র দেব, আনন্দ নিকেতনের সভাপতি দেবুল ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন- মাওলানা মাহবুবুর রহমান, গীতাপাঠ করেন সুকেশ চক্রবর্তী। অনুষ্ঠানে দুইজন ক্যান্সার রোগীকে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে সহযোগীতার চেক প্রদান করা হয়। অনুষ্টানে বীর মুক্তিযোদ্ধা মুর্শেদুজ্জামান রশিদ,বীর মুক্তিযুদ্ধা নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব,ইউপি চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন,মৎস কর্মকর্তা আসাদ উল্লাহ,কৃষি ফজলুল হক মনি,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, সহকারী প্রোগ্রামার কাজী মঈনুল হোসেন, এসিল্যান্ড অফিসের প্রধান সহকারী আশফাক উদজ্জামান চৌধুরী,সিএ মাহবুবর রহমান,অঞ্জন কুমার দাশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম