আর্তের সেবা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা ‘এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ এর উদ্যোগে
বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের দক্ষিণ জালিয়াঘাটা জলদাস পাড়া, নাথ পাড়া এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বুধবাবর (৩১ জানুয়ারী) সকালে এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র চেয়ারম্যান কাজী মুহাম্মদ মনছুরুল হক শীতার্ত সনাতন ধর্মালম্বীদের মাঝে কম্বল বিতরণ পূর্বক আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনছুর আলী।
এ সময় সংস্থার চেয়ারম্যান কাজী মুহাম্মদ মনছুরুল হক বলেন, ‘এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সবসময় আর্তের সেবায় কাজ করে যাচ্ছে। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে, শিশু ও শিক্ষার্থীদের মাঝে নানা মানবিক সহযোগীতা ও সেবাপ্রদান করে আসছে। সংস্থার পক্ষে ইতোমধ্যে শীতার্ত ইমাম-খতীব, শ্রমিক, পথশিশু সহ সনাতন ধর্মালম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করা হয়েছে। শীতার্ত দরিদ্র মানুষজন এসব কম্বল পাওয়ায় অনেকটাই শীত কষ্ট নিবারণ করতে পারবে বলে মনে করেন তিনি।