মোঃজাকির হোসেন
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবন নির্মাণ কাজ শুরু করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) ভিত্তি প্রদান ও ভিত্তি প্রস্থর স্থাপনের মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন করেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এমপি আলহাজ্ব সিদ্দিকুল আলম।
জুমআর নামাজের পর এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর পৌর সদস্য সচিব রাকিব খান, উপজেলা জাপার সদস্য সচিব আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক শফিউল আলম সুজন, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুন, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বানী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারী, ইউনিয়ন জাতীয় পার্টির নেতা কর্মী ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
দীর্ঘ প্রতিক্ষার পর এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটিতে নতুন ভবন হওয়ার কাজ শুরুর ফলে এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সকলে অত্যন্ত আনন্দিত। আপাতত চারতলা ভবনের প্রথম তলা নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে যেন বাকী তলাগুলোও নির্মিত হয় এজন্য উপস্থিত সকলে এমপি আলহাজ্ব সিদ্দিকুল আলমের সহযোগীতা প্রত্যাশা করেন।