মোঃ জুয়েল রানা
তিতাস প্রতিনিধি:
ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে নিহত হওয়া বাংলাদেশীদের স্মরণে ও বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনা কুমিল্লার তিতাসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাদ জুম্মা উপজেলার মাছিমপুর খান বাড়ী জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার এমএ মতিন খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহফুজ মাস্টার, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, বিএনপি নেতা এমদাদুল হক ফুল মিয়া, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া, হোমনা উপজেলা বিএনপির সদস্য মহসিন বেপারী, বিএনপি নেতা হারুন, মালু, আদিল, জুয়েল মোল্লা, শাহিদ, রুবেল, শাহজাহান, শহিদ, রাজা মিয়া, কামাল মেম্বার, মনির, আনিস, টিপু, জুয়েল খান ও আমজাদসহ হোমনা-মেঘনা ও তিতাস উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন খান বাড়ী জামে মসজিদের ইমাম আল-আমিন।