কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল ফোনে প্রেমের সূত্র ধরে বিয়ে রদুইমাস পরে আকলিমা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাইজকরা গ্রামের রাজমিস্ত্রী আরিফ হোসেনের স্ত্রী ও পাশ্ববর্তী ভোয়াইলহরী গ্রামের আরশ মিয়ার মেয়ে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা শ্রীপুর ইউনিয়নের বাইজকরা গ্রামে। সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম খাঁন।
নিহত আকলিমা আক্তারের পিতা আরশ মিয়া জানান, ‘কয়েক মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে বাইজকরা গ্রামের আরিফ হোসেনের সাথে আকলিমা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুইমাস আগেই মিয়াবাজারস্থ একটি কাজী অফিসে ৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। উভয়ের পরিবার বিয়ে মেনে নেয়। পরে ছেলের পরিবারকে আনুষ্ঠানিকভাবে ১ লাখ টাকা যৌতুক দিয়ে মেয়েকে তার স্বামীর বাড়িতে পাঠানো হয়। প্রায়সময় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে ঝগড়া লেগেই থাকতো। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আরিফ ফোন করে বলে, আপনার মেয়ের অবস্থা খারাপ। আমাদের বাড়িতে আসেন বলেই দ্রুত ফোন বন্ধ করে দেয়। পরে তার ভাই মারুফের সাথে কথা বলে জানতে পারি, আমার মেয়ে আকলিমা মারা গেছে। খবর শুনে দ্রুত ছোট ছেলে এবং নাতিকে নিয়ে তাদের বাড়িতে যাই। সেখানে গিয়ে তাদের ঘরের ভিতর আমার মেয়ের লাশ দেখতে পাই । মৃত্যুর কারণ জানতে চাইলে আরিফের বাড়ির লোকজন আমাদের উপর হামলা করে। এ সময় আমার নাতি সাব্বির গুরুতর আহত হয় । পরে তাকে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম খাঁন বলেন, ‘সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।’
এই বিষয়ে নিহত আকলিমা আক্তারের স্বামী আরিফ হোসেনের বক্তব্য জানার জন্য অনেকবার তার ব্যক্তিগত মোবাইল নম্বরে (০১৯৭১৮৭৪৮৩৬) কল দিলে নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
৪নং শ্রীপুর ইউপি সদস্য বাবুল মিয়া জানান, ‘আমি শুনেছি আরিফের শ্বশুরবাড়ির লোকজন আসার পরে ওই বাড়িতে হাতাহাতির ঘটনা ঘটে। এর বেশি কিছু জানিনা।’