মোঃ সাইফুল্লাহ ; মাগুরা ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আমতৈল মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অনুষ্ঠানে ৪৩টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মাকসুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার), বিশিষ্ট সমাজসেবক খন্দকার মাশরুর রেজা কুটিল ,
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃতাসমীম আলম,সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি মোঃ রফিকুল ইসলাম, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মোঃ মুজিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন শিক্ষক মোল্লা মতিয়ার রহমানসহ আরো অনেকে।
অনুষ্ঠানের সার্বিক পরিচালক আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লাl ফয়জুর রহমান লাভু জানান, দিনব্যাপী অত্যন্ত মনোমুগ্ধকর ও শান্তিপূর্ন পরিবেশে আমাদের বিদ্যালয়ের ৩৮২ জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতা মূলক ৪৩টি ইভেন্টে অংশ গ্রহন করে জেলার প্রত্যান্ত অঞ্চল থেকে আগত বিভিন্ন শেনী পেশার হাজার হাজার দর্শকদের মন মাতিয়ে রাখে।