শাহাদাত হোসেন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সূলভমুল্যে প্রাণিজ পুষ্টির সমাহার’ এই প্রতিপাদ্যকে সমানে রেখে রাউজান সদর ইউনিয়নের উদ্যোগে ন্যায্যমূল্যে গরু মাংস, ডিম, ব্রয়লার মুরগি, মাছ ও দুধ বিক্রি করা হয়েছে। মঙ্গলবার সকালে রমজান আলী চৌধুরী হাটে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু এর সভাপতিত্বে অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, পৌরসভার মেয়র জনাব জমির উদ্দিন পারভেজ, রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি সারজু মোঃ নাছের,রাউজান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শওকত হোসেন, ইউপি প্যানেল চেয়ারম্যান প্রবেশ বড়ুয়া প্রবাশ, মোজাম্মেল হক কোখন, মাসুদুল আলম মাসুদ, ইসহাক ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচির প্রথম দিনে এক হাজার পরিবার ৬৫০ টাকায় ১ কেজি মাংস, ১০০ টাকায় ১২টি ডিম ও ৭৫ টাকায় ১ কেজি গরুর দুধ, ১৭০ টাকায় ব্রয়লার মুরগি, ১৭০ টাকায় তেলাপিয়া মাছ ক্রয় করেন।