1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের পরিবারের উপর হামলা-ভাংচুর ও চাঁদা দাবির অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেড়শত বছরের পুরানো ঐতিহ্যবাহী কালাচাঁন চৌধুরী হাটে নেই জৌলুশ -বাজার শেঠে ফার্নিচারের দোকান নবীনগরে স্কুল খোলার প্রথমদিনে চকোলেট দিয়ে শিক্ষার্থীদের মিষ্টিমুখ চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান উল্টে চালক নিহত চৌদ্দগ্রামে নামাজরত ইমামের উপর হামলা, যুবক গ্রেফতার ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালে নবজাতক শিশুকে রেখে পালিয়ে গেলেন তরুণী। মাগুরায় ১০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ! ৩ বছর পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর জয় হত্যার চার্জ গঠন সিআইডির চৌদ্দগ্রামে ৭২০ বোতল ফেন্সিডিল সহ আটক ২ মাগুরায় শ্রীপুর উপজেলা চেয়ারম্যান রাজনকে সংবর্ধনা প্রদান নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

চৌদ্দগ্রামে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের পরিবারের উপর হামলা-ভাংচুর ও চাঁদা দাবির অভিযোগ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৪৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় সন্ত্রাসী কর্তৃক মো: আবু তাহের নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের পরিবারের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ সময় তারা সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে ভুক্তভোগির বাড়ীর প্রধান ফটক ভাংচুরের চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা কৌশলে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের দক্ষিণ পাড়ায়। এ ঘটনায় ভুক্তভোগি ওই অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আবু তাহেরের স্ত্রী তাসলিমা আক্তার স্বপ্না (৪২) বাদী হয়ে চারজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে শুক্রবার (১৫ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মো: আবু তাহের এর বাড়ীর পাশের সরকারি রাস্তার পিচ ঢালাই এর কাজ চলছে। অভিযুক্ত ধনুসাড়া গ্রামের দক্ষিণ-পশ্চিম পাড়ার মৃত শমা গাজীর ছেলে কাজল ইসলাম (৪৫), ফযলের ছেলে সোহেল (৪২), জালাল উদ্দিনের ছেলে রতন (৪৫) ও একই গ্রামের দক্ষিণ পাড়ার সবুজের ছেলে শাহাদাৎ (২০) সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন সন্ত্রাসী সংঘবদ্ধ হইয়া চলমান পাকা রাস্তার কাজের অযুহাতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আবু তাহেরের পরিবারের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় তারা বাদীনির বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে ক্ষয়ক্ষতি করার হুমকি প্রদান করে। এদিকে চাঁদা দিতে অস্বীকার করায় উল্লেখিত বিবাদীরা জড়ো হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাসলিমা আক্তার স্বপ্নার স্বামীর অনুপস্থিতে বৃহস্পতিবার সকালে হামলার উদ্দেশ্যে তাদের উপর চড়াও হয়। এ সময় তাসলিমা আক্তার নিজ বাড়ীর গেইট বন্ধ করে দিলে সন্ত্রাসীরা বাড়ীর গেইটে ভাংচুর চালিয়ে অনধিকারভাবে বাড়ীর ভেতরে প্রবেশের চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালমন্দ করে। পরে তাদের শোর-চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় তারা বাদীনির বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে রাস্তা প্রশস্ত করে কাজ করার পাশাপাশি তার পরিবারের ক্ষতিসাধন করিবে বলিয়া হুমকি-ধমকি দিতে থাকে। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংশা না হওয়ায় ঘটনার পর থেকেই ভুক্তভোগির পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে এ ঘটনার প্রতিকার চেয়ে শুক্রবার দুপুরে ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে চারজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মো: আব তাহের বলেন, ‘চাকুরী থেকে অবসরের পর আমি ঢাকায় একটি প্রাইভেট জব করি। বাড়ীতে আমার স্ত্রী-সন্তানরা থাকেন। এ সুযোগে অভিযুক্ত কাজল, সোহেল, রতন ও শাহাদাৎ সহ অজ্ঞাতনামা আরো কতিপয় সন্ত্রাসী প্রকৃতির লোকজন আমার বাড়ীতে রাতের বেলায় ঢিল ছুড়ে মারতো। এছাড়াও তারা আমার পরিবারকে নানা প্রকার হয়রানি করে আসছিলো। বৃহস্পতিবার সকালে তারা দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে আমার বাড়ীতে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। তাদের বিরুদ্ধে আমার স্ত্রী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষিদের আইনের আওতায় আনার জন্য আমি থানা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।’

এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম