ঈদগাঁও প্রতিনিধি।
বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তন মন্ত্রনালয় এর আওতাধীন ইউএসএআইডি এর অর্থায়নে ও নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) কর্তৃক বাস্তবায়িত ইকো লাইফ প্রকল্পের সহায়তায় কক্সবাজার উত্তর বন বিভাগের খুটাখালী মেদাকচ্ছপিয়ায় গবাদি পশুর জন্য খাদ্য বিতরণ করা হয়েছে।
৩০ মার্চ ( শনিবার) দুপুরে মেদাকচ্ছপিয়া সিএমইসি অফিস প্রাঙ্গনে প্রায় ৪০ জন ভিসিএফ সদস্যদের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
এসব গো-খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে কুড়া ও বুশি। প্রতিজন সদস্যকে ৫০ কেজি কুড়া, ২০কেজি বুশি দেয়া হয়। যার মূল্য প্রায় ৩ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন নেকম ইকোলাইফ প্রকল্পের লাইভলিহুড ম্যানেজার ফরহাদ আল মামুন, সাইট অফিসার সিরাজুম মনির, মেদাকচ্ছপিয়া সিএমইসি কোষাধ্যক্ষ আকতার কামাল, আবু জাফর সেলিম ফারুক ও নারগিস আরা প্রমুখ।