1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আইন মেনে বিভাগীয় প্রধান ও ডিন নিয়োগের দাবি কুবি শিক্ষক সমিতির - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে শিশু ও চক্ষু হাসপাতালের ৩৮তম প্রতিষ্ঠা বার্যিকী পালিত মাগুরায় গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় সচেতনতা সৃষ্ঠির লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেন অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিয়া শাখার ওয়াজ মাহফিল ও সেমা মাহফিল মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিয়া শাখার ওয়াজ মাহফিল ও সেমা মাহফিল গোদাগাড়ী আন্তঃ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৬তম খোশরোজ শরিফ সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানায় নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ  ‎কক্সবাজার প্রেস ক্লাবের কমিটি নিয়ে আপত্তি জানিয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি

আইন মেনে বিভাগীয় প্রধান ও ডিন নিয়োগের দাবি কুবি শিক্ষক সমিতির

কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৩৭ বার

কুবি প্রতিনিধি,

কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ মেনে বিশ্ববিদ্যালয়ে মেনে বিভাগীয় প্রধান ও ডিন নিয়োগ ও যেসব নিয়োগ আইনের ব্যত্যয় ঘটিয়ে দেওয়া হয়েছে তা পুনঃনিয়োগের দাবি জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ৭ মার্চ (বৃহস্পতিবার ) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ দাবি জানান তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য যোগদানের পর থেকে একের পর এক অনিয়ম করে যাচ্ছেন। আইন এর ব্যত্যয় ঘটিয়ে পছন্দের ব্যক্তিদেরকে বিভিন্ন বিভাগে বিভাগীয় প্রধান এবং অনুষদসমূহে ডিন নিয়োগ দিয়েছেন। আইন অনুযায়ী অধ্যাপকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভাগীয় প্রধান নিয়োগের বিধান থাকলেও আইনের ব্যত্যয় ঘটিয়ে জ্যেষ্ঠতা লংঘন করে বেশ কয়েকটি বিভাগে বিভাগীয় প্রধান নিয়োগ দেয়া হয়েছে। ডিন নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা এবং বিভাগের ক্রম উল্লেখ থাকলেও তা মানা হচ্ছে না। এতে একাডেমিক বিশৃঙ্খলা যেমন তৈরি হচ্ছে, তেমনি সুষ্ঠু কর্ম পরিবেশ ও বিনষ্ট হচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২০০৬ সালে মহান জাতীয় সংসদ কর্তৃক একটি আইন প্রণীত হয়েছে। পরবর্তীতে ২০১৩ সালে সংশোধিত হয়ে এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ (সংশোধিত ২০১৩) নামে অভিহিত। উক্ত আইন-এর ২২ (৫) এবং ২৪ (২,৩) ধারায় অনুষদ সমুহের ডিন ও বিভাগীয় প্রধান নিয়োগের সুস্পষ্ট বিধান রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের আইনকে সমুন্নত রেখে বিভিন্ন বিভাগে বিভাগীয় প্রধান ও ডিন নিয়োগের অনুরোধ জানাচ্ছে এবং ইতিপূর্বে যেসকল বিভাগে আইনের ব্যত্যয় ঘটিয়ে বিভাগীয় প্রধান ও ডিন নিয়োগ দেয়া হয়েছে অতিসত্তর সেই সকল বিভাগে আইন অনুযায়ী বিভাগীয় প্রধান ও ডিন পুনঃনিয়োগের ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম