মোঃ জুয়েল রানা
তিতাস প্রতিনিধি:
হুজুর আসবেন সকাল ১১টায় তাই আকাশ পানে চেয়ে চেয়ে সময় কাটছিল এলাকাবাসীর। কখন এসে হুজুর নামবেন হেলিকপ্টার দিয়ে, দেখবেন দুই নয়ন জুড়ে। একপর্যায়ে অপেক্ষার প্রহর শেষ হলো হাজারো মানুষের। বেলা ১২ টায় দূর থেকে শোনা গেল হেলিকপ্টারের আওয়াজ। দর্শকদের মধ্যে চাঞ্চল্য বেড়ে যায়। তীব্র আওয়াজ করে মাঠে অতবরণ করলেন হুজুর। হেলিকপ্টার থেকে নামার পর সোজা চলে গেলেন মাহফিলের মঞ্চে। নিরাপত্তায় ছিলো পুলিশ।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) কুমিল্লা তিতাস উপজেলার বাতাকান্দি ‘কারামাতিয়া আরাবিয়া মাদ্রাসার’ প্রাঙ্গণে এ দৃশ্য দেখা যায়। ওই হুজুরের নাম ড. এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী। তিনি বাতাকান্দি কারামাতিয়া আরাবিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে ‘প্রধান বক্তা’ হিসেবে আমন্ত্রিত হয়ে আসেন।
পরে ঘরির কাটায় ১ ঘন্টা বয়ান শেষে মোনাজাত করে চলে যান হেলিকপ্টার করে।
এ বিষয়ে মাদ্রাসার মুহতামিম মুফতি সাজিদুল বারী আসকালানী বলেন, আমি আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের সুযোগ্য ছাত্র। হুজুরের নির্দেশেই আমি এই কারামাতিয়া আরাবিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠা করি। তাই আজকে হুজুরকে দিয়েই মাদ্রাসার প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল ও দোয়ার আয়োজন করি।