1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নারী বাসযাত্রী নিহত, আহত আরো ২৪ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হারবাং পহরচাঁদা ইক্বামতে দ্বীন সংগঠনের দুই দিনব্যাপী ২৪তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল শ্রীপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন মিফতাহুল জান্নাত’ মহিলা মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে এমজেএল বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিও কর্মীদের মারপিট-শ্লীলতাহানী — গ্রেফতার-২ জন ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জের পাকা রাস্তার উপর প্রাচীর নির্মাণ, চলাচলের ভোগান্তিতে ৪০ টি পরিবার ! ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বসেছিলো বিনা পয়সার বাজার, সদাই কিনলেন ২’শ দরিদ্র মানুষ ফ্যাসিস্ট খুনী শেখ হাসিনা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে শোকের নাটক করেছিল। এমন ঘৃণ্য আচরণ শুধুমাত্র একজন পিশাচের পক্ষেই করা সম্ভব — মাহমুদুর রহমান মাগুরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী পান্না খাতুনের অপসারণের দাবিতে মানববন্ধন 

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নারী বাসযাত্রী নিহত, আহত আরো ২৪

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১১৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শাহেদা বেগম (৫৫) নামে এক নারী বাসযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ২৪ জন। নিহত শাহেদা বেগম হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রসুলপুর গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।

মিয়াবাজার হাইওয়ে থানা ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত তিন ঘটিকার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী ‘মায়ের দোয়া পরিবহন’ (চট্ট-মেট্রো জ-১১- ১৭২৫) এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা হাবিবুল্লাহ কার্গো সার্ভিস নামে অপর একটি কার্ভাডভ্যান (ঢাকা-মেট্রো ট-২০-৫৪৫৩) এর পিছনে সজোরে ধাক্কা দেয়।

এ সময় গুরুতর আহত বাসের যাত্রী শাহেদা বেগমকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি সেখানে নিহত হন। এ ঘটনায় বাসের অন্তত আরো ২৪ জন নারী-পুরুষ যাত্রী আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম এবং চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে। পরে আহতদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিনার হোসেন জানান, ‘মঙ্গলবার রাত তিনটায় সড়ক দুর্ঘটনায় আহত বাসযাত্রী ২৪ জনকে আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করি। তারমধ্যে গুরুতর আহত ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরতর আহত যাত্রীরা হলেন সুরাইয়া (২৫), নাজিয়া (১৮), জেসমিন (২৪), সিয়াম (১৩), শান্তা (১৭), ইয়াছিন (৩৩), দিতি (১৮), আল-আমিন (২২) ও আলেয়া (২৬)।’

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, ‘দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস ও কার্ভাড ভ্যান উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত শাহাদা বেগমের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।’

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: মেহেদী হাসান জানান, ‘দুঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিয়ন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ঘটনায় এক নারী নিহত হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম