এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি
তীব্র তাপপ্রবাহে পুড়ছে কুমিল্লা জেলার লাকসাম উপজেলায়। বৈশাখের খরতাপে হাঁসফাঁস করছে প্রাণীকুল। প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে ব্যারোমিটারের পারদ। টানা এক সপ্তাহ ধরে তাপমাত্রা বাড়ছে।এতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ।
তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে প্রায় দুই হাজার রিকশাচালক এবং শ্রমজীবীদের মাঝে ঠাণ্ডা পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করেছে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম।
(২১ এপ্রিল) রবিবার দুপুরে উপজেলার লাকসাম-মনোহরগঞ্জ আঞ্চলিক সড়ক মোহাম্মদপুর ও গোবিন্দপুর পরিষদের মোড়ে রিকশাচালক এবং শ্রমজীবীদের মাঝে ঠাণ্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন তিনি।
ঠাণ্ডা পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী ও রিকশাচালকরা বলেন, আমাদের নিয়ে কারো ভাবনা দেখি না। এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে নিজাম উদ্দিন শামীম ভাই যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম বলেন, লাকসামে তীব্র তাপপ্রবাহে কারণে আমি চেষ্টা করছি যারা পথচারী ও রিকশাচালক আছে তাদেরকে স্বাস্থ্য সচেতন করার। এ জন্য পানি ও স্যালাইন বিতরণ করেছি। এদিন প্রায় দুই হাজার দিনমজুর রিকশাচালকদের ঠাণ্ডা পানি ও স্যালাইন দিয়েছি। এখন বোরো মৌসুমে ধান কাটার মৌসুম চলছে। গ্রামে কৃষক ও দিনমজুরদের মাঝেও পানি স্যালাইন বিতরণ করা অব্যাহত থাকবে। এই গরমে স্বাস্থ্য সচেতন না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।