ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর) থেকেঃ
দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহে খেটে খাওয়া মানুষ যখন দিশেহারা ঠিক সেই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তৃষ্ণার্তদের পাশে দাঁড়িয়েছেন বিশুদ্ধ খাবার পানি নিয়ে।
২৩ এপ্রিল মঙ্গলবার দুপুর ১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা আমীর মাওলানা নূরুল ইসলাম ও শ্রীপুর পৌর জামায়াতের সেক্রেটারী ডাক্তার মোঃ আনিসুজ্জামানের নেতৃত্বে শ্রীপুর উপজেলার ব্যস্ততম বানিজ্যিক এলাকা মাওনা চৌরাস্তার উড়ালসেতুর দুই প্রান্তে,সেতুর নিচে এবং পাইকারী কাঁচা বাজার এলাকায় পরিবহন শ্রমিক, যাত্রী, রিকশা চালক,ভ্যানচালক, এবং পথচারীদের মাঝে প্রায় ১৫শ বোতল পানি বিতরণ করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের ৫ নং ওয়ার্ড সেক্রেটারী হাজী মোঃ রফিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সেক্রেটারী মোঃ আক্তারুজ্জামান মোল্লা, জামায়াত নেতা মোঃ জুবায়ের সরকার, কবির হোসেন প্রমুখ।
উপজেলা আমীর মাওলানা নূরুল ইসলাম বলেন, অতিবৃষ্টি ও অনাবৃষ্টি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির উপর গজব।এই গজব থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তীব্র দাবদাহে সাধারণ শ্রমজীবী মানুষ যখন দিশেহারা ঠিক তখন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধ্যমত বিশুদ্ধ খাবার পানি নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে।আপনারা দোয়া করবেন জামায়াতে ইসলামী যেন সকল মানবিক কাজে সাধ্যমত অংশগ্রহণ করতে পারে।
#