1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ২০২৪ উদযাপন। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার মাগুরার শ্রীপুরে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ! আহত-১৫ বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটি : সভাপতি মামুন, সম্পাদক মাখন পাহাড়ের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে সিন্দুকছড়ি জোনের গুরুত্বপূর্ণ সভা ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা আটক করেছে পুলিশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কবরের ওপর পাওয়া গেলো গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ ! বিএনপি নেতার রাস্তা উদ্ধোধনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট খুনী আওয়ামীদের রাজপথে প্রতিহত করতে প্রস্তুত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাতকানিয়া খাগরিয়ার আগুনে পুড়ে যাওয়া চার পরিবার কে আর্থিক সহায়তা দিলেন বিএনপি ঠাকুরগাঁওয়ে চকলেটের লোভে হাজির শিক্ষার্থী, দুদকে ধরা ভুয়া মাদ্রাসা কাণ্ড !

শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ২০২৪ উদযাপন।

পটিয়া প্রতিনিধি চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৬১ বার

-:শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ২০২৪ উদযাপন।

পটিয়া উপজেলার মুজাফরাবাদ গ্রামের “দত্ত ভবন”স্বর্গীয় ডা.রুক্মিণী বিকাশ দত্ত(বিমল) মহোদয়ের বাড়ীতে শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ দু’দিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে।অনুষ্ঠানমালার মধ্যে ছিল অখণ্ড সমবেত উপাসনা,উষা কীর্তন,চণ্ডী পাঠ,গঙ্গা আবাহন,মহতী
ধর্মীয় সম্মেলন,সংগীতাঞ্জলি
,মঞ্চ নাটক, স্বর্গীয় ডা.রুক্মিণী বিকাশ দত্ত(বিমল)স্মৃতি গীতা বৃত্তি পরীক্ষা, ধর্মীয় কুইজ প্রতিযোগিতা,গীতাপাঠ
প্রতিযোগিতা,অন্নপ্রসাদ বিতরণ,পুরস্কার বিতরণ।শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞে পৌরোহিত্য শ্রীমৎ প্রেমময়ানন্দ ব্রহ্মচারী(রনি মা)সহযোগী ছিলেন শ্রীমৎ হরিকৃপানন্দ ব্রহ্মচারী,
পণ্ডিত ছোটন চক্রবর্তী ।গীতা পাঠ পরিবেশন সৌমেন ভট্টাচার্য, বিপুল দাশ বিপলু,শোভন রায়,নিলয় চৌধুরী,বাবলু রুদ্র প্রমুখ।অখণ্ড সমবেত উপাসনায় পৌরোহিত্য করেন শ্রীমৎ জওহর ব্রহ্মচারী ও মুজাফরাবাদ অখণ্ড মণ্ডলীর ভক্তবৃন্দ।চণ্ডী পাঠ করেন শ্রী প্রতুল চৌধুরী।বিপদবারণ মধুসূদন নাম সংকীর্তন পরিবেশন ও ভোগ নিবেদন করেন পুরোহিত শিবু ভট্টাচার্য। “মনুষ্যত্ব জাগরণে শ্রীমদ্ভগবত গীতা”মহতী ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড.তাপসী ঘোষ রায়,প্রধান বক্তা অধ্যাপক বনগোপাল চৌধুরী, মহান অতিথি শিক্ষক সঞ্জয় চৌধুরী,আশীর্বাদক ছিলেন রণনাথ ব্রহ্মচারী, শ্রীমৎ অজপানন্দ ব্রহ্মচারী,রাজীবানন্দ বহ্মচারী,বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সুরেশ কুমার দাশ, শিক্ষক শ্যামল বৈদ্য সবুজ,পুলক চৌধুরী, দেবাশীষ ধর,শিক্ষক সুমন দাশ,বাবুন ঘোষ,শিক্ষক মিঠু ঘোষ,শিক্ষক রুপন,সংগঠক
নিমাই সিংহ,আরো উপস্থিত বিপ্লব সেন, শিক্ষক দেবাশীষ দে,নবারুন বিশ্বাস, লিটন মজকুরি,,শংকর ঘোষ,অঞ্জন চৌধুরী,ওমকার ব্রহ্মচারী,স্বাগত বক্তব্য রাখেন এগ্রিকালচার অফিসার সুভাষ চন্দ্র দত্ত, সভাপতিত্ব করেন শ্রী অজিত দত্ত পুলক।সঞ্চালনায় ছিলেন মিশন দত্ত সপু।পরিচালনা করেন অঞ্জন বিশ্বাস টাংকু,
যন্ত্রানুসঙ্গে ছিলেন দেবরাজ দেবু,এস.এম.জয়,নয়ন নাথ লিপছন নন্দী, অনিক,ভট্টাচার্য,আকাশ,মিশু,
রাহুল। স্বর্গীয় ডা.রুক্মিণী বিকাশ দত্ত(বিমল) স্মৃতি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন শ্রীশ্রী ঠাকুর বাড়ী গীতা শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন গীতা স্কুলের ছাত্রছাত্রী বৃন্দ,এতে বিচারক ছিলেন জয় রক্ষিত,নয়ন গুহ।ধর্মীয় মঞ্চ নাটক”ধর্মের জয়, অধর্মের পরাজয়”এ অভিনয় করেন জহরলাল বিশ্বাস, গৌবিন্দ মালাকার,প্রান্ত মল্লিক, জিত বিশ্বাস।দুপুরে আগত অসংখ্য ভক্তবৃন্দের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়,অন্নপ্রসাদ পরিবেশন /বিতরণে ছিলেন পাচক মধু বিশ্বাস ও মুজাফরাবাদ পল্লী উন্নয়ন সংস্থার সকল সদস্য বৃন্দ। নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উদীয়মান নৃত্য শিল্পী পূজা বিশ্বাস,স্বস্তিকা দত্ত স্বস্তি, ঋদ্ধি দত্ত,অঙ্কিতা শীল।পরে ধর্মীয় কুইজ প্রতিযোগিতায় বিজয়ী, বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ,নৃত্য সংগীতানুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার,প্রদান করা হয়।পরিশেষে নিখিল বিশ্বের কুশল কামনায় হরিনাম সংকীর্তন সহকারে শান্তি বাচনের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net