1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোদাগাড়ীর পিয়ারুল ও মিজান হেরোইন পাচারের মুল হোতা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের শ্রদ্ধা  মাগুরায় চাঞ্চল্যকর একই পরিবারের তিন জন  হত্যা মামলা দ্রুত বিচারের দাবিতে নিহতদের স্বজনদের সংবাদ সম্মেলন তিতাসে অনিয়ম ও অব্যবস্থাপনায় জর্জরিত কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক ও অফিস সহকারীকে জরিমানা চৌদ্দগ্রামে বাতিসা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না থাকায় সেবা বঞ্চিত প্রায় ৪০ হাজার মানুষ চকরিয়ায় পোনা বিতরণ ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য সুজনের জামিন না মঞ্জুর জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করে আদালত । রাউজানে ফানুস উৎসবে মেতেছেন বৌদ্ধ সম্প্রদায়  শাহলালন সাঁই। নেহাল আহমেদ চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’র গঠনতন্ত্র পাঠদান ও অনুমোদন সভা অনুষ্ঠিত বৈষম্য বিলোপ করে সত্যিকারে মানবিক সমাজ গড়তে চায় জামায়াত ইসলামী – মাগুরার পথ সভায় ডা. শফিকুর রহমান

গোদাগাড়ীর পিয়ারুল ও মিজান হেরোইন পাচারের মুল হোতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১১২ বার

স্টাফ রিপোর্টারঃ

পিয়ারুল ও মিজান রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা জেলে পাড়া,দিয়ার মানিক চক, চর কোদালকাটি সিমান্ত দিয়ে পাচার হওয়া হেরোইন চক্রের মুল হোতা মিজান ও পিয়ারুল। একে অপরে সম্পর্কে মামাতো – ফুফাতো ভাই।পিয়ারুলের বাড়ি সিমান্ত এলাকা কোদাল কাটি জেলে পাড়া সিমান্ত এলাকায় হওয়ার ফলে সীমান্তবর্তী সিন্ডিকেটের সাথে যোগসাজশে হেরোইন এনে ভাই মিজানের কথামতো স্থানে নিজস্ব বলয়ের লোকের দ্বারা দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে। দুই ভাইয়ের সাম্রাজ্যের ভিত্তি এতটাই শক্ত স্থানীয়রা তাদের প্রজা। তাদের বিশাল চক্রের মাধ্যমে পাচার হয় হেরোইন। এই হেরোইন রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাচার হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পরলেও বন্ধ হয়না মিজান – পিয়ারুলের হেরোইন কারবার। জেলে থেকেও নিয়ন্ত্রণ করতে পারে হেরোইন চক্র।চক্রটি সকল মহল ম্যানেজ করেই এই কারবার করেন জানিয়েছন বিশ্বস্ত একটি সূত্র। মিজান পিয়ারুলের টাকার কাছে জিম্মি গোদাগাড়ী লালবাগ (সরমংলা) গ্রামের বাসিন্দারা। সরেজমিনে ঘুরে দুই হেরোইনের দুই খলনায়ককে সবাই কুর্ণিশ করে চলতে হয়। প্রতিবাদ করলেই শুরু হয় প্রতিবাদীর উপর বিভিন্ন নির্যাতন। দুই হেরোইনের হিরোর ভয়ে মুখ খুলছেনা কেউ। চিনেন কিনা জানতে চাইলে কপালে ভাজ করে মাথা নাড়িয়ে না বলেন। তবে তাদের এই আগ্রাসনের স্বীকার স্থানীয় অনেক যুবক। হেরোইন সেবন করে অনেক পিতা – মাতার স্বপ্ন ছাই হয়ে গেছে। কিশোর, যুবকরা আক্রান্ত এই মরন নেশায়। প্রথমে সেবন করতে ফ্রিতে দেয় এই চক্রটি পরবর্তীতে নেশাগ্রস্ত হয়ে গেলে নেশাগ্রস্ত যুবক, কিশোর গ্যাং গুলোকে হেরোইন পাচারে কাজে লাগান ধরাছোঁয়ার বাইরে থাকা পিয়ারুল – মিজান। চলতি বছরের জানুয়ারি মাসে বিজিবি অভিযান পরিচালনা করে পিয়ারুলসহ কয়েকজনকে আটক করে। অন্যদিকে মিজানের বিরুদ্ধে রয়েছে গোদাগারী থানায় মাদকের মামলা। মামলা মরন নেশা হেরোইনের হিরোরা তোয়াক্কাই করেনা। কাড়ি কাড়ি টাকার মালিক বনেগেছে এই দুই কারবারি। ধ্বংসের দ্বারপ্রান্তে গোদাগাড়ীর স্থানীয় কিশোর ও যুবক! সারাদেশে পাচার হওয়া হেরোইনের মুল হোতা মিজান ও পিয়ারুলকে আইনী ব্যবস্থা নিয়ে হেরোইনের আগ্রাসনের হাত থেকে রক্ষা করার অনুরোধ জানিয়েছেন অভিভাবকরা।গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) জানান মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব‍্যাহত আছে।মাদক কারবারি যেই হোক তাদের ছাড় নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম