চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
এস.এম.জাকির
দেখতে দেখতে চলে গেল ২৫ রমজান । বলতে গেলে রোজার প্রায় শেষ হয়েছে। দিন যতই যাচ্ছে, ততই বাড়ছে ঈদের আমেজ। মানুষের চিন্তায় এখন শুধু ঈদ বাজার ও ঘরে ফিরতে ছুটির হিসাব-নিকাশ । অনেকে ব্যস্ত প্রিয়জনকে কী দেবেন, মায়ের জন্য কোন শাড়িটা কিনবেন সেই উচ্ছ্বাসে। পরিবার- পরিজনকে ঈদ আনন্দে ভাসাতে ধনী-গরিব সবাই জমে উঠেছে। দিন যত যাচ্ছে, বাড়ছে বিকিকিনি।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে চলতি সপ্তাহ থেকে চন্দনাইশের শপিং মলগুলোতে সব বয়সের ক্রেতাদের ভিড়। ঈদের কেনাকাটা করতে ক্রেতাদের দৌড় যাপের শেষ নেই। ক্রেতারা পছন্দের পোশাকটি কিনতে ভিড় করছেন চন্দনাইশ দোহাজারী হাজারী টাওয়ার, হাজারী শপিং সেন্টার, খাঁন প্লাজা, সিটি সেন্টার, বৈলতলী ইউনুছ মার্কেট, সিরাজ মার্কেট, খাঁন হাট গণি সুপার মার্কেট, ওয়ান আজিজ সেন্টার, হাজী রিভাইন, সিদ্দিক বাছুরা শপিং সেন্টার, এনু মিয়া শপিং সেন্টার, বাদামতল আল শাকেরা শপিং সেন্টার, রওশন হাট, বরকল মৌলভী বাজার, এসকল মার্কেটের ফ্যাশন হাউস, শপিংমল ও মার্কেটে চলছে বেচাকেনা। ফলে স্বাভাবিকের চেয়ে পোশাকের বিক্রি বেড়েছে দ্বিগুণ। ব্যবসায়ীরা বলছেন, ঈদের গত শুক্রবার থেকেই বাজারে ক্রেতাদের ভিড় জমেছে। তবে মূল্যস্ফীতি সমস্যায় ফেলেছে সাধারণ মানুষকে। আর তার প্রভাব এসে পড়েছে ঈদ বাজারেও। একজন ক্রেতা বলেছেন, যেসব স্যান্ডেলের দাম ছিল ১ হাজার থেকে ১২’শ টাকা, এবার তা ১৮’শ থেকে ২ হাজারে উঠেছে। ঈদ সমানে রেখে প্রতিটি শোরুম ও মার্কেটে পোশাকের ব্যাপক সমারোহ দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সব ধরনের কালেকশন তারা রেখেছেন। গরমে সুতি কাপড়ের চাহিদা বেশি থাকায় সুতি কালেকশন বেশি রয়েছে।তবে দাম নিয়ে আপত্তির শেষ নেই ক্রেতাদের। বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষরা ঈদ বাজারে এসে দর কষাকষি করছেন। চন্দনাইশ সদর বাজারের দোকান গুলোতে তেমন কোন বেচাকেনা নেই বললে চলে।