1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজধানীতে এক আলোচনা সভায় বাংলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাংলা কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, তাই বাংলা কলেজ কে বিশ্ববিদ্যালয় রূপান্তরের  দাবী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির রাউজান পৌর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম- সম্পাদক ইকতিয়ার বিআইডব্লিউটিএর সিভিল ও সার্ভেয়ার জটিলতার অবসায় চায় কর্মকর্তারা ভুয়া চিকিৎসা সেবায় জরিমানা ১০ হাজার: সাংবাদিকদের হুমকি

রাজধানীতে এক আলোচনা সভায় বাংলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাংলা কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, তাই বাংলা কলেজ কে বিশ্ববিদ্যালয় রূপান্তরের  দাবী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৪৬ বার

নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল বৃহস্পতিবার   বিকালে ৪.৩০ মিনিটে রাজধানীর তেজগাঁও   বিটাক সভা কক্ষে জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের উদ্দ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে দেশের খ্যাতনামা ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্ত্যাগণ আলোচনায় সভায়  বাংলা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে, বাংলা কলেজকে  বাংলা বিশ্ববিদ্যালয় করার দাবি জানানো হয়।
গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪ টায় রাজধানীর তেজগাঁও  বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র ( বিটাক) সভা কক্ষে জ্ঞানভিত্তিক সামাজিক  আন্দোলনের উদ্দ্যোগে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয় এতে সভাপত্বিতে করেন  সংগঠনের সভাপতি অধ্যাপক এম এ বার্নিক,  সার্বিক পরিচালনায়  সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক  বিচারপতি ফয়েজি।

আলোচনা সভায় প্রিন্সিপাল আবুল কাসেম সাহেব  দেশের শতভাগ মানুষ শিক্ষিত করে গড়ে তোলার  উদ্দেশ্যে বাংলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাংলা কলেজ প্রতিষ্ঠা করে ছিলেন  তারই প্রেক্ষিত বাংলা কলেজ কে বিশ্ববিদ্যালয় করার দাবী জানানো হয়।
বাংলা বিশ্ববিদ্যালয়ের দাবিতে সোচ্চার জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলন,  বাংলাদেশে একটি বাংলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সর্বসম্মত আওয়াজ তুলে যাচ্ছে । সংগঠনটি দীর্ঘদিন ধরে এ ইস্যুতে সোচ্চার  একটি  বাংলা বিশ্ববিদ্যালয় নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়।


এ সময় প্রধান অতিথি বক্তব্যে সাবেক বিচারপ্রতি ফয়েজি বলেন, আজ আমাদের সমাজে ভাষার বিবর্তনের নামে অপশব্দ গুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক ও অন্যান মাধ্যমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্লগাররা লেখতে লেখতে এখন দেখছি কেউ কেউ বলতে শুরু করেছে। এই শব্দের অপপ্রয়াস গুলো শুনতে শ্রুতি মধুর না হলেও শ্রুতি কটু। এটি একটি ছোট উদাহরণ, এই রকম অনেক উদাহরণ আছে। এজন্য আমাদের বাংলা বিশ্ববিদ্যালয়ের দরকার।তিনি আরও বলেন ভাষা ভিত্তিক আমাদের এই জাতি রাষ্ট্র বাঙালিরা একটি স্বাধীনরাষ্ট্র চেয়েছিল। পৃথিবীতে এটি একটি অসাধারণ ব্যাপার। তাই যদি হয় আমাদের জাতিসত্তার পরিচয় আমাদের বাংলা ভাষা। আর বাংলা শব্দ গুলোর মধ্যে যদি অপ শব্দ প্রবেশ করে তাহলে আমাদের জাতিসত্ত্বার প্রতি আঘাত লাগছে। তাহলে আমরা আস্তে আস্তে আমাদের জাতীয় পরিচয় হারাতে বসেছি। আজ বাংলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী একটি মহান ও মহৎ  উদ্যোগ।

সভাপতিদের বক্তব্যে অধ্যাপক এম এ বার্নিক বলেন ১৯৪৭ সাল থেকে ১৯৫২ সাল তারপর ৫৫ সাল পর্যন্ত রাষ্ট্রভাষা আন্দোলন পরিব্যপ্ত ছিল। রাষ্ট্রভাষা আন্দোলনের সংঘঠন তমুদ্দিন মজলিস, এই সংগঠনটির নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক আবুল কাশেম,  যাকে আমরা ভাষা আন্দোলনের জনক বা  স্থপতি বলে থাকি তিনি রাষ্ট্রভাষা আন্দোলনের পরে  লীগ অব নেশান বা গঠনমূলক কাজ হিসাবে তিনটি বিষয় কাজ হাতে নেন  তার মধ্যে একটি  বাংলা একাডেমি  প্রতিষ্ঠা করা ২.  বাংলা ভাষার ভিতরে সংস্কার করে একটি পরিসিমিত ভাষ হিসাবে তৈরী করা, যেটাকে  ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সোজা বাংলা হিসেবে অবহিত করেছেন আর এই সোজা বাংলার স্বপ্নদ্রষ্টা ছিলেন অধ্যাপক আবুল কাশেম আর সেটার রূপ দাতা ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ
১৯৪৭ -৪৮ সনের  পর গঠনমূলক কাজের অংশ হিসেবে বাংলা একাডেমির রূপ রেখাটি অধ্যক্ষ আবুল কাশেমই সরকারের কাছে পেশ করে ছিলেন, সে অনুযায়ী পরবর্তীতে বাংলা একাডেমি গঠিত হয়। ৩. আরেকটি কাজ ছিল বাংলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।

ততকালীন যারা জ্ঞানী যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, ডক্টর কুদরতে খুদা প্রফেসার ইউনুস আলী, এরকম যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন অধ্যাপক আবুল কাশেম এর সাথে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছিলেন কিন্তু ঐ সময় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কঠিন কাজ ছিল, আইয়ুবের আমলে তা সম্ভব ছিল না এই পরিপেক্ষিতে তিনি একটি কলেজ হিসাবে কাজ শুরু করে ছিলেন, 1961 সালে বাংলা কলেজ প্রতিষ্ঠার সাথে সাথে  ইন্টারমিডিয়েট থেকে উচ্চ শ্রেণীতে  পাঠ্যপুস্তক ছিল না বাংলায়, পরিভাষা সমস্যা ছিল সরকারি স্বীকৃতি ব্যাপার ছিল, প্রশ্ন পত্রের বোর্ড আর বিশ্ববিদ্যালয়ের গ্রহণ করার ব্যাপার ছিল, অধ্যাপক আবুল কাশেম কে তমূদ্দন মজলিশের  মধ্যে নেতৃবৃন্দ ও সমকালীন বুদ্ধিজীবীরা  ছিলেন তাদেরকে অনেক কাজ করতে হয়েছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বৃদ্ধ বয়সে বাংলা কলেজের সভাপতি হিসাবে কাজ করেছেন পাশাপাশি অনেক গবেষণা করেছেন,মৃত্যুর আগ পর্যন্ত বাংলা কলেজের জন্য কাজ করে গেছেন , প্রিন্সপাল ইব্রাহিম খাঁ কলেজের ট্রেজারার হিসাবে কাজ করেছেন এই রকম একটি পরিস্থিতিতে অধ্যাপক আবুল কাসেমের  বাংলা বিশ্ববিদ্যালয়  প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি কিন্তু পাঠ্য পুস্তক, পরিভাষা, সরকারি স্বীকৃতি এই কাজগুলো সব উনি আনজাম দিয়ে ইন্টারমিডিয়েট থেকে উচ্চ শ্রেণীতে উন্নিত করেছেন।


তিনি এটা কেন করলেন? একটাই লক্ষ উদ্দেশ্য ছিল এ দেশের মানুষকে,শতকরা ১০০ % লোককে  শিক্ষিত করে গড়ে তোলা। ১৯৮০ সালের দিকে তিনি অসুস্থ্য হয়ে পরেন
বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই বাংলাদেশের স্বাধীনতা ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য ভাষা আন্দোলনে মানুষ প্রাণ দিয়ে ছিলেন।পৃথিবীর ইতিহাসে  ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে এমন একটিও উদাহরণ নেই৷ আমরা সেই জাতিতিনি বলেন, বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে যেমন বাংলাদেশ স্বাধীন  হয়েছে কিন্তু এই ভাষাকে আমাদের জন জীবনে টিকিয়ে রাখার জন্য আমরা কোন  কাজ করি নাই ?তিনি আরও বলেন আমরা এখনো বাংলা কলেজকে বাংলা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে পারিনি।
বাংলা কলেজ কে  বাংলা ভাষার  বিশ্ববিদ্যালয় আর বাংলা কলেজ ভাষার গবেষণা, বাংলার ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য সম্বলিত রক্ষার উদ্দেশ্য বাংলা কলেজ প্রতিষ্ঠত হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় তা আমরা করতে পারি নাই।


তিনি আরও বলেন পাকিস্তানিরা  উর্দুভাষী আমাদের কাছে পরাজিত হয়ে  তারা  কিন্তু আমাদের কাছে থেকে শিখেছে ভাষায় কে মর্যাদা ও কিভাবে পরিচর্চা করতে হয় । আজ তারা তিনটি উর্দু বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। পশ্চিমবঙ্গ বাংলা ভাষার জন্য কোনো আন্দোলন করেনি কিন্তু তারা ২০২০ সালে একটি বাংলা বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করেছে। তাই, বাংলা বিশ্ববিদ্যালয় আমাদের স্বপ্ন, এবং আমরা এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য  জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলন ইতিমধ্যেই প্রস্তাবিত জাতীয় ভাষা নীতির খসড়া? গত বছরের ২রা ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেয় প্রতিনিধিদলের সদস্যরা এখনও আশাবাদী যে তাদের জাতীয় ভাষা নীতির প্রস্তাব সরকার যথাযথ বিবেচনা করবে। ভাষা নীতির দাবির পাশাপাশি, তারা দেশে একটি বাংলা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তার জন্য সোচ্চার হবেন।
আমরা মনে করি যা সর্বসম্মতভাবে সমর্থন করে। তাই আমরা আর বিলম্ব না করে দেশে একটি বাংলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তাদের যৌক্তিক দাবিকে সমর্থন ও সমর্থন করে প্রতিষ্ঠার দাবী জানাই।

সব ভাষার বিশ্ববিদ্যালয় আছে, বাংলা ভাষার নেই, জার্মান ভাষার জন্য জার্মান বিশ্ববিদ্যালয়, গ্রিক ভাষার জন্য গ্রিক বিশ্ববিদ্যালয়, জাপানিজ ভাষার জাপানিজ বিশ্ববিদ্যালয়, চীনা ভাষার জন্য China University of International Students, ইত্যাদি রয়েছে।অর্থাৎ বিশ্বের প্রধান প্রধান ভাষাভাষী জাতিগুলো নিজস্ব ভাষা ও সংস্কৃতি বিকাশে  জন্য নিজেস্ব ভাষার এক বা একাধিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে দেখা যায়। ফ্রেঞ্চ ভাষার জন্য এক কালজয়ী বিশ্ববিদ্যালয় রয়েছে। সেটির নাম হলো French Universities for International Students, অথচ বাংলাদেশে বাংলা ভাষার জন্য এমন কিছুই নেই। কারণ সকল ভাষাভাষী লোকেরা সচেতনভাবে তাদের ভাষা ও সংস্কৃতিক বিকাশে যতটা সচেতন, ভাষার জন্য রক্তদানকারী বাংলাদেশের বাঙ্গালিরা ততটা সচেতন হয়নি। বাংলা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার পর এদেশের বাঙ্গালিরা ধরে নিয়েছে যে, তাদের কাজ শেষ। কিন্তু রাষ্ট্রভাষার আলোকে ‘জাতীয় ভাষানীতি’ তৈরি, ভাষা ও সাহিত্যের উৎকর্ষ সাধনে গবেষণা, প্রকাশনা, অনুবাদ ইত্যাদি কাজগুলো যথেষ্ট গতি পায়নি। ফলে বিদেশি ভাষার প্রাদুর্ভাব যেমন আছে, তেমনি সর্বস্তরে এখনো বাংলাভাষা প্রতিষ্ঠা কারা সম্ভব হয়নি। অপরদিকে ভাষা-আন্দোলন না করেও, ভারতে প্রতিষ্ঠিত হয়েছে ‘বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়’।।আমাদের দেশে বাংলা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টির সাথে বাংলাভাষায় জ্ঞান ও মনীষার জগতে বিপ্লব সাধনের আসল উদ্দেশ্য নিহিত আছে। বাংলা ভাষার মাধ্যমে বিশ্বের তাবৎ জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষাদানের একটি অনুশীলনকেন্দ্র হবে বাংলা বিশ্ববিদ্যালয়।তিনি আরও বলেন প্রিন্সিপাল আবুল কাসেম তিনি ভাষা ভিত্তিক যে বাংলা  বিদ্যাললয়ের স্বপ্ন দেখেছিলেন তখন কার পৃথিবীতে কোন দেশেই  ভাষা ভিত্তিক বিশ্ববিদ্যালয় ছিল না এই টি প্রিন্সিপাল আবুল কাসেম সাহেবের দূরদর্শিতা প্রমান।

বিশেষ অতিথি তমুদ্দুন মজলিশ সভাপতি ড. মোঃ সিদ্দিক হোসাইন বলেন বাংলা কলেজ যদি অধ্যাপক আবুল কাসেম সাহেবের কাছে বা  আমাদের হাতে (তমুদ্দুন মজলিশের)  থাকতো তাহলে আনেক আগেই এটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হতো  বলে আমাদের ধারণা।  ভুল সকলেরই ছিল, আছে আমাদের ভুল থাকতেই পরে। আগামীতে তমদ্দুন মজলিশ বাংলা বিশ্ববিদ্যালয় দাবীর  প্রতি সকল সমর্থন থাকবে।

এছাড়াও উপস্থিত ছিলেন  অধ্যাপক নজরুল ইসলাম তমিজী (চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার সোসাইটি)।  প্রকৌশলী মোঃ মোহসীন,পরিচালক (বিটাক)কবি অশোক ধর ( দৈনিক স্বদেশ বিচিত্রা) আলহাজ্ব ড. শরিফ সাকি,( International human rights anti corruption Crime investigation. General Secretary) কবি সৈয়দ নাজমুল আহসান  (আজীবন সদস্য বাংলা একাডিমি) আল মাহাদী মোহাম্মদ উল্লাহ সম্পাদক (সাপ্তাহিক আলো),  কবি জান্নাতুল নাঈম,  ডাঃ আল হাসান মোবারক সভাপতি আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ঢাঃমঃউ, সংগঠনিক সম্পাদক রূপনগর প্রেসক্লব ঢাকা। মোঃ  কামাল হোসেন (হকার নেতা) ও প্রমূখ বিশিষ্টজন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম