শ্যামল বাংলা (ডিজিটাল নিউজ)
আজ শুক্রবার “১০ মে ২০২৪” জাতিসংঘের সাধারণ পরিষদে এ ভোট হবে। এই ভোটের মাধ্যমে ফিলিস্তিনকে জাতিসংঘে যোগদানের যোগ্য বলে স্বীকৃতি দেওয়া হবে। এরই সঙ্গে ‘বিষয়টিকে পুনর্বিবেচনা জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবেদনটি পাঠানো হবে। রয়টার্স এই খবর জানিয়েছে।
গত এপ্রিল মাসে ১৫ সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের সদস্য পদ প্রস্তাবে ভেটো দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
এর পরই সেই আবেদন নবায়ন করে পুনরায় জমা দেয় ফিলিস্তিনিরা। সেই প্রস্তাবেই ভোট আজ। এই পদক্ষেপে সফল হলে কার্যকরভাবে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে ফিলিস্তিন রাষ্ট্র।
১৯৩ সদস্যের জাতিসংঘে সাধারণ পরিষদে অনুষ্ঠিতব্য এই ভোট ফিলিস্তিনিদের বিশ্বের সমর্থনের হিসেবে কাজ করবে। জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য একটি আবেদন প্রথমে নিরাপত্তা পরিষদ ও পরে সাধারণ পরিষদে অনুমোদিত হতে হয়।