মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার পরিত্যক্ত ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে আপন চাচার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার খোশকান্দি গ্রামের কোয়েত প্রবাসী মো.দেলোয়ার হোসেন (ধানু মোল্লার) বাড়িতে।
সরেজমিনে গিয়ে এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই গ্রামের মৃত জিন্নাত আলী মোল্লার তিন ছেলে, মৃত জব্বার মোল্লা, দেলোয়ার মোল্লা ও সাত্তার মোল্লা। এদের মধ্যে প্রবাসী দেলোয়ার হোসেন মোল্লা ও সাত্তার মোল্লার সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছে। এদিকে সম্প্রতি সাত্তার মোল্লা বাড়ির সীমানা জুরে আকাশ সীমালঙ্ঘন করে একটি চৌচালা টিনের ঘর নির্মাণ করার চেষ্টা করে। এসময় দেলোয়ার হোসেন মোল্লার ছেলে বাবুল বাধা দেয়, তারই জেরে পরিত্যক্ত ঘরে আগুন দিয়েছে বলে বাবুল অভিযোগ করে বলেন, আমার চাচা সাত্তার মোল্লার সাথে ২০১৮ থেকে জায়গা জমি নিয়ে আমাদের মামলা মোকদ্দমা চলে আসছে। এনিয়ে একাধিকবার শালিস দরবার হলেও তিনি মানছেননা। আবারও আমাদের জায়গা জোরপূর্বক দখল করে এবং আকাশ সীমালঙ্ঘন করে ঘর নির্মাণ করার চেষ্টা করে, এতে আমি বাধা দিলে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এরই জেরে শুক্রবার রাতে আমার পরিত্যক্ত ঘরে আবু তাহের,আলাউদ্দিন ও সাত্তার মোল্লা আগুন লাগিয়ে দেয়।
এবিষয়ে সাত্তার মোল্লা বলেন, আমরা তিন ভাই তিনটি দাগের জায়গায় বসবাস করি। আমার জায়গায়তে আমি ঘর দিচ্ছি এতে বাধা দিয়ে আমার ঘর নির্মাণ বন্ধ রেখেছে। পরে আমি নিজেই ঘরের বেড়া লাগাইতে গেল ভাতিজা বাবুল ক্ষিপ্ত হয়ে আমাকে ফাঁসাতে তাদের গোয়াল ঘরে আগুন দিয়েছে।
এবিষয়ে গৌরীপুর পুলিশ ফাঁড়ির এসআই ফারুক হোসেন বলেন, বাবুল হোসেনের অভিযোগের ভিত্তিতে ঘটনা স্থল পরিদর্শন করেছি। তবে তাদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছে। উভয় পক্ষকে ডেকে এনে বিষয়টি সমাধান করার চেষ্টা করবো।