শাহাদাত হোসেন রাউজান (চট্টগ্রাম)
শখের বশে বিভিন্ন প্রজাতির দৃষ্টিনন্দন মিশ্র ফলের বাগান গড়ে তুলে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন। তিনি একজন বৃক্ষপ্রেমিক। শৈশবকাল থেকেই বৃক্ষের প্রতি ছিল অপরিসীম ভালোবাসা তাঁর। রাজনীতি ও জনপ্রতিনিধির পাশাপাশি নিজ এলাকায় প্রায়
১০ একর জায়গাতে গড়ে তুলেছেন ফলের বাগান।তিনি শত ব্যস্ততার মাঝেও শখের এই ফলদ বাগান করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। বর্তমানে তার শখের বাগানে শোভা পাচ্ছে দেশী ও বিদেশী নানান জাতের ফল। তাঁর বাগানে ঝুলছে আম, কাঁঠাল, লেবু, লিচু,জাম্বুরা, মাল্টা, পেঁপে, পেয়ারাসহ ইত্যাদি। এছাড়াও তিনি ১৬ একর আয়তনের পুকুর জলাশয়ে করেছেন রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ, তেলাপিয়া মাছের চাষবাদ। মাছ চাষ থেকে কাউন্সিলর আজাদ হোসেনের বছরে আয় ১০ লাখ টাকা। রয়েছে ডেইরী ফার্মও। বর্তমানে তিনি একজন সফল খামারী।
পৌর কাউন্সিলর আজাদ হোসেন জানান, বিগত ৮ বছর আগে শখ করে দশ একর সমতল টিলাতে গড়ে তুলেছি উন্নত দেশি-বিদেশি জাতের ফলদ বাগান। উন্নত জাতের ফল গাছের মধ্যে লাগানো হয়েছে মাল্টা, কমলা, আম, কলা, খেজুর, পেয়ারা, লিচু, কাঁঠাল, পাতি লেবু, লেবু, পেঁপে,জাম্বুরা, আমলকী, বড়ই, জলপাইসহ ইত্যাদি। তিনি আরো জানান,তাঁর মাছ চাষের পুকুর থেকে প্রতি বছর আয় হয় ১০ লাখ টাকা। মিশ্র ফলের বাগান থেকে আয় হয় এক লাখ টাকা। ডেইরী ফার্মে লালন করা গাভী থেকে দুধ বিক্রি বাবদ আয় হয় বছরে ১ লাখ টাকা। ডেইরী ফার্মে লালন করা গরু বড় করে কোরবানীর সময় বিক্রি করে প্রায় বিশ লাখ টাকা। তাঁর এসব প্রকল্প পরিচর্যা ও দেখা শুনার জন্য রয়েছে কর্মচারী।
এক সময় শখের বসে শুরু করলেও এখন বাণিজ্যিক রুপে এসব প্রকল্প পরিনত হয়েছে। রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, পৌর কাউন্সিলর আজাদ হোসেন জনপ্রতিনিধির পাশাপাশি নিজ এলাকায় গড়ে তুলেছেন মিশ্র ফল বাগান। তাকে আমরা নিরাপদ ফল উৎপাদনের জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি।