শ্যামল বাংলা (ডিজিটাল নিউজ ডেক্সঃ)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কলকাতা নাইট রাইডার্স এর বিজয় ৮ উইকেটের বড় ব্যবধানে এ টি আইপিএলে কলকাতার ৩ য় শিরোপা। এর আগে শাহরুখ খান, জুহি চাওলার দল কলকাতা নাইট রাইডার্স ২০১২ এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।
গত রোববার ২৬ মে ২০২৪ ইং ভারতের চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে সানরাজার্সের টস জিতে আগে ব্যাট করতে নেমে। নাইট রাইডার্সের মিচেল স্টার্ক এবং আন্দ্রে রাসেলের পেস তোপের মুখে পড়ে বিধ্বস্ত সানরাজার্সের ব্যাটিং লাইন।
শোচনীয় ভাবে ব্যর্থ তাদের তারকা ব্যাটার ট্রাভিস হেড, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন,
খেলায় রাসেল ১৯ রানে তিনটি, স্টার্ক ১৪ রানে দুটি ও হরষিৎ রানা ২৪ রানে দুটি উইকেট নেন, বৈভব অরোরা, অরুন চক্রবর্তী ও সুনিল নারাইন প্রতেকেই নেন ১ টি করে উইকেট। সানরাইজার্সের সর্বোচ্চ ২৪ রান করে অধিনায়ক প্যাট কামিন্স।
সল্পপুজিতে রনের তাড়া করতে নেমে এগারো রানে সুনিল নারাইন আউট হন। এতে অবশ্য দমে যাননি নাইট রারাইডার্সে।
রহমানউল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ার ২য় উইকেটে জুটিতে স্কোর বোডে ৪৫ বলে ৯১ রান যোগ করে দিলে সানরাইজার্সের বিজয়ের সব আশা শেষ হয়ে যায় ।
খেলায় ১০.৩ ওভারে জয় তুলে নেয় নাইটরা রাইডার্সের।
এবারের আইপিএলে সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেন পাঞ্জাবের হার্শাল প্যাটেল এবং সর্বোচ্চ ৭৪১ রান করেন রয়্যালে চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি।