শ্যামল বাংলা ডিজিটাল নিউজ ডেক্সঃ
আকাশ থেকে বৃষ্টির সাথে জীবন্ত মাছ পড়ার মতো এবার বিরল ঘটনা ঘটেছে ইরানের ইয়াসুজ এলাকায় গত সোমবার মাছ বৃষ্টির সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে
ভিডিওতে দেখা যায়, বৃষ্টির মধ্যে ইয়াসুজ এলাকায় একটি রাস্তা দিয়ে স্বাভাবিক গতিতেই যানবাহন যাতায়াত করছিল ঠিক এ সময় বৃষ্টির সাঙ্গে আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে জীবন্ত মাছ পড়তে শুরু করে। মাছগুলো গাড়ির ওপর ও রাস্তায় পড়ার পরপরই নড়াচড়া শুরু করে, যেন মাত্র সেগুলোকে পানি থেকে বের করা হয়েছে।
বিজ্ঞানীরা বলেন , কিছুটা অবাস্তব মনে হলেও এই ঘটনায় বৈজ্ঞানিক কারণ আছে । সাধারণত টর্নেডোর কারণে মাছ বৃষ্টি হয়। এই ধরনের টর্নেডোগুলোকে বলা হয় ‘ওয়াটারস্পাউট’।
টর্নেডোর সময় কাছাকাছি জলাশয়ের পানির সাথে সাথে এর মধ্যে থাকা মাছ বা ছোট জলজ প্রাণী আকাশে উঠে যায়। তারপর মেঘের মতোই আকাশে পানি মাছ ভাসতে থাকে। যথেষ্ট পরিমাণ পানি ও অক্সিজেন থাকায় মাছগুলো সেখানেও ভালোভাবেই বেঁচে থাকে। পরে কাছে কিংবা কয়েক কিলোমিটার দূরে গিয়ে এক সময় আবার বৃষ্টির সাথে জীবন্ত মাছ ঝরে পড়ে।