এস.এম.জাকির,
চন্দনাইশ,(চট্টগ্রাম)
বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চন্দনাইশ বৌদ্ধ যুব সংসদের উদ্যোগে শান্তি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করে। গতকাল ২২ মে সকালে শতাধিক মোটর বাইক ও ট্রাক নিয়ে শোভাযাত্রটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কালে বক্তাগণ বলেন, জগতের সকল প্রাণী সুখী হউক। এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি, মহা-পরিনিবাস, স্মৃতি বিজড়িত দিনটি বৌদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন এ সম্প্রদায়ের লোকেরা। তাদের মতে গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন এই দিনে। তার জন্ম বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এ দিনে বৌদ্ধ পূর্ণিমা পালন করা হয়।