1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মাস্টার শামসুদ্দীন আহমেদ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন পালিত ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বলেন, শুধু নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি– উপদেষ্টা আসিফ বুয়েটে ২০২৪-২০২৫ ইং শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ফলাফলের তালিকা প্রকাশ গংগাচড়ায় জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান ইমাম ও মুহতামিমের সংবাদ ভাইরাল হওয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী খোশরোজ শরীফ উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মাগুরার শ্রীপুরে বিএনপি’র প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত মাগুরায় খামারপাড়া কিন্ডারগার্ডেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু’র  প্রায় ১৭ বছর পর  মুক্তি

চৌদ্দগ্রামে মাস্টার শামসুদ্দীন আহমেদ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৭৪ বার

মুহা. ফখরুদ্দীন ইমন,

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসা বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সহ শ্রেষ্ঠ শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ১৬টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের নির্বাচিত করা হয়। এরই ধারাহিকতায় এবার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার বাংলা বিষয়ক সিনিয়র শিক্ষক শামসুদ্দীন আহমেদ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদরাসা) হিসেবে নির্বাচিত হন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের মধ্য থেকে অধিকতর যাচাই বাচাই করার মাধ্যমে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় শামসুদ্দীন আহমেদ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদরাসা) হিসেবে প্রথম স্থান অর্জন করেন। এ তালিকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের কৃতিত্ব অর্জন করেন।

এদিকে মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় কৃষ্ণপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার বাংলা বিষয়ক সিনিয়র শিক্ষক শামসুদ্দীন আহমেদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

কথা হয় ২০২৪ সালে ঘোষিত মাদরাসার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামসুদ্দীন আহমেদের সাথে। মহান আল্লাহ তা’য়ালার অশেষ শুকরিয়া আদায় করে তিনি বলেন, ‘শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবক সহ সাধারণ মানুষের ভালোবাসার বদৌলতে আজ আমি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করতে পেরেছি। এ অর্জন থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের মেধা ও শ্রম দিয়ে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আরো সচেষ্ট থাকবো।’ এ সময় তিনি সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে কৃষ্ণপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো: আবুল হোসেন বলেন, ‘মাদরাসা পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন কৃষ্ণপুর দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক শামসুদ্দীন আহমেদ। এ মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে বিষয়টি নিয়ে গর্বিত। আমি নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক শামসুদ্দীন আহমেদ এর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম