এস এফ ডি মনি (বুয়েট ঢাকা)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অচলাবস্থা কাটল। বর্জন করা ও স্থগিত টার্ম ফাইনাল পরীক্ষা দিতে বসলেন শিক্ষার্থীরা।গত শনিবার থেকে শুরু হওয়া এই পরীক্ষা গুলো চলবে ৬ জুন পর্যন্ত।
গত ১১ মে ২০২৪ইং শনিবার সকাল ৯ টায় বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হয়। তীব্র বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিতে আসেন ছাত্র ছাত্রীরা । ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। বুয়েটের ১৩ টি বিভাগের মধ্যে ন্যানোম্যাটেরিয়ালস ও সিরামিক কৌশল বিভাগ এবং স্থাপত্য বিভাগ ছাড়া বাকি ১১ বিভাগের শিক্ষার্থীদেরই পরীক্ষা হয় । শনিবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ২ পর্বে এ দুই বিভাগ এবং শিল্প ও উৎপাদন কৌশল বিভাগ ছাড়া সব বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেন।
পরীক্ষা চলাকালে বুয়েটে কোনো ক্লাস হবে না।
বুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীর জানান, শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে বুয়েট কর্তৃপক্ষ পরীক্ষার সময় নির্ধারণ করে। এ দিকে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের যে অবস্থান, তার সঙ্গে বুয়েট প্রশাসনও একমত আছে এবং এ বিষয় টা নিয়ে আইনি লড়াই করতে কর্তৃপক্ষ রাজি হয়েছেন । এই কারণে নতুন করে শুরু হওয়া টার্ম ফাইনাল পরীক্ষায় দিতে শিক্ষার্থীরা সম্মত হয়েছে।