শুক্রবার (৩ মে) সকাল ১০ টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন।মামুনুল হক।
হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক জামিনে মুক্তি পেয়েছেন। সর্বশেষ তার বিরুদ্ধে প্রায় ৪২টি মামলা কার হয় । সর্বশেষ তিনটি মামলা গত রোববার খুলনা ও চট্টগ্রামের দুই মামলা তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
জামিন পাবার পর ৩ রা মে ২০২৪ ইং বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় কাশিমপুর-৪ হাই সিকিউরিটি কারাগার থেকে তিনি জামিনে মুক্তি লাভ করেন।
এর আগে ২০২১ইং সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখে স্থানীয় আওয়ামী লীগ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে।
এদিকে খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে ব্যাপক ভাঙচুর চালায় এবং তাকে আওয়ামীলীগও পুলিশ থেকে ছিনিয়ে নিয়ে চায়। ঘটনার কিছু দিন পর ১৮ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় থেকে মামুনুল হক গ্রেপ্তার করে পুলিশ।