আল হাসান মোবারক নিজস্ব প্রতিবেদক
ছাত্র রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বন্ধ থাকায় শিক্ষার্থীদের বর্জন করা টার্ম ফাইনাল পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয় আগামী ১১ মে এই পরীক্ষা শুরু হবে বলে জানা যায়।
বুয়েট শিক্ষার্থীরা পরিক্ষায় এক শর্তে অংশ নিবেন তা হলো তাদের দাবী দাওয়া মেনে নিতে হবে এবং ছাত্র রাজনীতি বিষয়ে আদালত থেকে পূর্ণাঙ্গ রায় পেলেই আপিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইনি প্রক্রিয়ায় অংশ নিতে হবে।
৩০ এপ্রিল ২০২৪ ইং মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সকল বিভাগের বিভাগীয় প্রধান ও শ্রেণী প্রতিনিধিদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুয়েটের কাউন্সিল ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত এ সভায় বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার সভাপতিত্ব করেন।
জানা যায় গতকাল মঙ্গলবার বুয়েটের সকল বিভাগের বিভাগীয় প্রধান ও ক্লাস রিপ্রেজেনটেটিভদের (সিআর) নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বর্জন করা ও স্থগিত হওয়া পরীক্ষাগুলোর তারিখ পুনঃনির্ধারণ করা হয়।
কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবিদাওয়া মেনে নেওয়া সাপেক্ষে প্রতিশ্রুতি দেন শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমে ফেরার প্রতিশ্রুতি দেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ছাত্র রাজনীতি বিষয়ে আদালত থেকে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরপরই তারা পরবর্তী আইনি প্রক্রিয়ায় অংশ নেবে এবং শিক্ষার্থীদের পাশে থাকবে।
এই সভায় অন্যান্যদের মধ্যে বুয়েটের সহ-উপাচার্য আবদুল জব্বার খান, রেজিস্ট্রার মো. ফোরকান উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া সহ বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত থাকেন ।