শ্যামল বাংলা নিউজ
রাঙ্গাবালী, পটুয়াখালী প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় রিমালে আক্রান্ত দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। গত বুধবার, ২৯ মে ২০২৪ ইং পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবালী, উপজেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ত্রাণ বিতরণ করেছে ছাত্র লীগ।
সংগঠনটি জানিয়েছে, পটুয়াখালীর এই এলাকায় ১০০০ এর বেশি পরিবারের মাধ্য ত্রাণ দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীগণ। ত্রানএর মধ্যে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু এবং খাবার স্যালাইন ইত্যাদি রয়েছে।
এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।
পটুয়াখালী ছাড়াও দেশের যে সকল উপকূলীয় অঞ্চলসমূহে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হেনেছে, সেসকল স্থানেও একযোগে এই ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।