1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে বৌদ্ধ পরিষদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার চকরিয়া আবাসিক মহিলা কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা হোক -অধ্যাপক ডাঃ বাচ্চু নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ৬ হাজার কম্বল পেল শীতার্ত মানুষ 

চন্দনাইশে বৌদ্ধ পরিষদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী

গুণীজনদের সম্মাননার মাধ্যমে গুণী জনের সংখ্যা বাড়ে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৩৩ বার

এস.এম.জাকির,

চন্দনাইশ,(চট্টগ্রাম)

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, গুণীজনদের সম্মাননার মাধ্যমে গুণী জনের সংখ্যা বাড়ে এবং নিজেরাও সম্মানিত হয়। বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন সংখ্যায় কম হলেও প্রতিটি ক্ষেত্রে কৃতিত্বের সহিত নিজেদেরকে স্থান করে নিয়েছে প্রতিটি ক্ষেত্রে। শিক্ষা, সংস্কৃতি, দেশ সেবায় অন্যান্যদের পাশাপাশি বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা তাদের যোগ্যতা ও মেধার মধ্য দিয়ে স্থান করে নিয়েছে। প্রতিটি মানুষ তার কর্মগুণে গুণানিত হয়।

গতকাল ২৪ মে চন্দনাইশ বৌদ্ধ পরিষদের উদ্যোগে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বার্ষিক বৃত্তি প্রদান, গুণীজন সম্মাননা ও কৃতি শিক্ষাথর্ী সংবর্ধনা বাদামতল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মৃদুল কান্তি বড়–য়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপি।

উদ্বোধক ছিলেন প্রধান পৃষ্ঠপোষক রাখাল চন্দ্র বড়–য়া, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, এ্যাড. প্রভূতি রঞ্জন বড়–য়া, সুদীপ বড়–য়া, টিভি ব্যক্তিত্ব অশোক বড়–য়া, প্রদীপ বড়–য়া চন্দ্র। আলোচনায় অংশ নেন সংবর্ধিত অতিথি প্রতিমন্ত্রীর একান্ত সচিব সুব্রত বড়–য়া, দীপন কুমার বড়–য়া, সুমন চৌধুরী, সুমন বড়–য়া বাপ্পী, রুবেল বড়–য়া। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহ্বায়ক চন্দন কান্তি বড়–য়া, সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন গৌতম কুমার বড়–য়া, বক্তব্য রাখেন, টিপু কুমার বড়–য়া, সিটু কুমার বড়–য়া, বিধান বড়–য়া, স্বপ্না বড়–য়া, ইলা বড়–য়া, মৃনাল বড়–য়া, এড. সুদল বড়–য়া, বাবুল বড়–য়া, পারমিতা বড়–য়া প্রমুখ। এদিকে সকালে বুদ্ধ পূর্ণিমা
উপলক্ষে অষ্টউপকরণসহ সংঘদান, ভিক্ষু সংঘের পিন্ড দান ও ধর্মীয় আলোচনা সভা অতুলানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোমানন্দ মহাস্থবির, প্রজ্ঞানন্দ স্থবির প্রমুখ। তারা বলেন, সকলে একভূত হয়ে ধর্মীয় মানদন্ডকে সমন্নত রেখে বিভাজন ভুলে যাওয়ার আহ্বান জানান। সে সাথে সরকারের প্রতি প্রতিটি উপজেলায় একটি করে মডেল বৌদ্ধ বিহার স্থাপনের দাবী জানান। উপজেলার ২৩টি বৌদ্ধ গ্রামের এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২০ জন, ৬৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম