1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন সহ মোট ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকা জেলার পেশাজীবী থানার উদ্যোগে হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের সমাবেশ অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ৩ সৈয়দপুরে জামায়াতের ত্রৈমাসিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত  ক্ষিপ্ত হয়ে এলাকার লোকজনের ওপর হামলা  নোয়াখালীর সোনাইমুড়ীতে চাঁদা চেয়ে চিঠি, না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভইরা দে গ্যাংয়ের প্রধান আশিক গ্রেপ্তার ভইরা দে গ্যাংয়ের প্রধান আশিক গ্রেপ্তার জনগণের বন্ধু হয়ে কাজ করতে চাই: সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান উত্তরা খিলখেতে স্থানীয় দোকানপাট হতে নিয়মিত চাঁদাবাজি গ্রেফতার ২ রাউজানে অবৈধভাবে বালু- মাটি কাটার দায়ে  এক লক্ষ চার হাজার টাকা জরিমানা

চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন সহ মোট ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

ঈদগাঁও উপজেলা নির্বাচনে ৪৪ টি কেন্দ্রে মোট ভোটার ৮৮৭৬০ জেলার সর্বনিন্ম ভোটার ঈদগাঁও উপজেলায় # পুরুষ ভোটার ৪৮২৪৮ জন # মহিলা ভোটার ৪০৫১২ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১১৩ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে ৩৬ টি ভোট কেন্দ্রে মোট ৮৮ হাজার ৭৬০ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৪৮ হাজার ২৪৮ জন। মহিলা ভোটার ৪০ হাজার ৫১২ জন। ৩৬ টি ভোট কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) রয়েছে ২৬৮ টি। তারমধ্যে, স্থায়ী বুথ ২৫৯টি এবং অস্থায়ী বুথ ৯টি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈদগাঁও উপজেলায় ভোটার ছিলো ৮৭ হাজার ৭৩৭ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তুলনায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার বেড়েছে এক হাজার ২৩ জন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

১১৯’৬৬ বর্গ কিলোমিটারের ঈদগাঁও উপজেলায় ৫টি ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। ইউনিয়ন সমুহ হচ্ছে ইসলামপুর, পোকখালী, ইসলামাবাদ, ঈদগাঁও সদর ও জালালাবাদ ইউনিয়ন।

কক্সবাজার জেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে, ঈদগাঁও কক্সবাজার জেলার নবম উপজেলা।বৃহত্তর কক্সবাজার সদর উপজেলাকে বিভক্ত করে ২০২১ সালের ২৬ জুলাই ঈদগাঁওকে পৃথক উপজেলায় রূপান্তরিত করা হয়। তাই দেশের জন্য চলমান নির্বাচন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হলেও ঈদগাঁও এর জন্য এটি হবে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন।

ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে অপরাধের বিচার করতে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ’কে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।বিজ্ঞ বিচারক আখতার জাবেদ ২০১৩ সালের উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালার ৮৪ এর ক বিধিতে উল্লেখিত ৭২, ৭৪, ৭৫, ৭৬, বিধি ৭৭ এর উপ বিধি (১) এবং বিধি ৭৮ এর অধীন নির্বাচনী অপরাধ সমুহ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন। প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ নির্বাচনের ২ দিন আগে, নির্বাচনের দিন ২১ মে এবং নির্বাচনের ২ দিন পর অর্থাৎ আগামী ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত মোট ৫ দিন নির্বাচনী অপরাধ দমনে ঈদগাঁও উপজেলায় দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন সহ মোট ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-আবু তালেব (প্রতীক-টেলিফোন), কুতুবউদ্দিন চৌধুরী (প্রতীক-দোয়াতকলম), নুরুল কবির (প্রতীক-ঘোড়া), সেলিম আকবর (প্রতীক-আনারস) এবং শামসুল আলম (প্রতীক-মটর সাইকেল)।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আহমদ করিম (প্রতীক-চশমা), বোরহান উদ্দিন মাহমুদ (প্রতীক-তালা) এবং আরিফ মিয়া (প্রতীক-টিউবওয়েল)।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন-হামিদা তাহের (প্রতীক-হাঁস), রেহেনা আক্তার (প্রতীক-ফুটবল), কাওসার জাহান (প্রতীক-কলস), মেহেনুর আক্তার পাখি (প্রতীক-প্রজাপতি) এবং শাহেনা আক্তার লাকী (প্রতীক-পদ্মফুল)।

ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ রিটার্নিং অফিসার এবং ঈদগাঁও এর ইউএনও সুবল চাকমা সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।
১৫/৫/২০২৪ খ্রি.

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net