মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীতে আন্তর্জাতিক মে দিবস পালিত। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে ও পালিত হচ্ছে মহান মে দিবস। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার (১ মে) সকাল ১০ টায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের সংগঠন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটের ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) লাহিড়ী অফিস থেকে র্যালী বের করে। র্যালীটি লাহিড়ী হাট বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) লাহিড়ী হাট বোড অফিসের মাঠে এসে শেষ হয়। ৭ টায় জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা লাহিড়ী হাট ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) লাহিড়ী শাখা সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কার প্রাথী আলহাজ্ব মোহাম্মদ সফিকুল ইসলাম ।এ সময় শ্রমিক নেতারা দৃঢ় কণ্ঠে বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে আমরা সর্বদাই সোচ্চার রয়েছি। শ্রমিকদের দাবীসসমূহ পূরণ না হলে আগামীতে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি পালন করা হবে। এ সময় শ্রমিকরা এক হয়ে সমৃদ্ধশালী সমাজ বিনির্মাণের শপথ নেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রহমান, ধনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল রব্বানী, সহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।