1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে ডিবি পুলিশ। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে আ.লীগের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান, প্রতিবাদে বিক্ষোভ ! ঠাকুরগাঁওয়ে খুদে শিক্ষার্থীদের বিস্ময়কর প্রতিভা গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে স্ত্রীর নির্যাতন মামলায় উপ-সহকারী মেডিকেল অফিসার বরখাস্ত ! পুঁইছড়ি নিউ জেনারেশন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব রাউজানের আলিখীল এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে টিলা ও কৃষি জমি মাগুরায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছে না অনেক কৃষক! ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদকের বাসায় দুর্ধষ চুরি !

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে ডিবি পুলিশ।

স্টাফ রিপোর্টার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৫৩ বার

ডিবি পুলিশের প্রধান হারুন অর রশীদ সংবাদ সম্মেলন জানান, মিল্টনকে সুর্নিদিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে আমাদের ডিবি হেফাজতে আছে।

১ মে বুধবার  ২০২৪ ইং রাত ৯ টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  জানিয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।
তিনি বলেন, ইতোমধ্যে মিল্টন সমাদ্দরের বিরুদ্ধে বহু অভিযোগ উঠে । পুলিশ সবগুলো অভিযোগ গুরুত্ব সহকারে খোজ খবর নিচ্ছে । এর মধ্যে ৯০০ লাশ দাফনের কথা বলা হলেও ৮৩৫ টি লাশ দাফনের কোনো হদিস পাওয়া যায়নি। এছাড়া অপারেশন থিয়েটারের অনুমোদন না থাকা, রোগীদের নির্যাতনের টর্চার সেল সহ গণমাধ্যমে যেসব অভিযোগ এসেছে সব ডিবি তদন্ত করবে।


তিনি বলেন, তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে মিরপুর থেকে তাকে আটক করা হয় । মামলার পর তাকে রিমান্ডে এনে সব বিষয়ে জিজ্ঞাসা করা হবে।

এদিকে গত কয়েকদিন ধরে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ১৮টি অভিযোগ  বিভিন্ন পত্রপত্রিক ও গণমাধ্যামে গুলি তথ্য ভিত্তিতে  প্রচারিত হতে থাকে।
যে অভিযোগ গুলো প্রচারিত হয়
১  প্রথমে বলেছেন মৃতদের পেটে কাটাছেঁড়ার দাগ মিথ্যা (কালবেলা)। পরে স্বীকার করেছেন দাগ থাকে (যমুনা, সময় টিভি)। ২। আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেয়া হয় না (এটিএন নিউজ)। কিন্তু চিকিৎসা বাবদ মাসে ৩০/৩৫ লাখ টাকার খরচ হয় (ফেস দ্যা পিপল)। ৩। ৮৩৫টি লাশের হিসাবে সম্পূর্ণ গরমিল (কালবেলা, ফেস দ্য পিপল)। কোনো বিশ্বাসযোগ্য ডকুমেন্ট তিনি এখনো দেখাতে পারেননি (বেশিরভাগ ডকুমেন্ট তার নিজের তৈরি করা)। ৪। নিজে ডেথ সার্টিফিকেট তৈরি করেন। ডাক্তারের সিল সাক্ষর জাল করেন (যমুনা টিভি, এটিন নিউজ, কালবেলা) ।৫।তিনি আশ্রমে কোনো চিকিত্‌সা দেন না (এটিএন নিউজ)। কিন্তু ডাক্তারদের জন্য ৬০ লাখ টাকার বিশালবহুল গাড়ি কিনেছেন। যা এখন অন্যের গ্যারেজে গোপনে রেখে এসেছে (কালবেলার ভিডিও)। ৬। তার কাছে রেখে আসা অন্ধ বৃদ্ধকে কার কাছে হস্তান্তর করেছে এখনো প্রমাণ দেখাতে পারেননি (কালেবেলার ভিডিও)। ৭। আশ্রমের মধ্যে টর্চার সেল বানিয়ে মিল্টন নিজে হাতে পিটিয়েছেন এমন অন্তত ৮/১০ জনের সাক্ষাতকার ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় এসেছে (সময় টিভি, এটিএন নিউজ, যমুনা, কালবেলা)।
৮।  তার কোনো হাসপাতালের অনুমোদন না থাকলেও ভেতরে অপারেশন থিয়েটার রয়েছে। এই অপারেশন থিয়েটার বেআইনি ও অবৈধ। তিনি এখানে কী করেন জানা দরকার (কালবেলা, যমুনা, এটিএন)। ৯.।মসজিদে বিনামূল্যে লাশ গোসল-জানাজা করালেও কাটাছেঁড়া নিয়ে প্রশ্ন করায় তিনি এখন ২/৩ হাজার টাকা করে খরচ করে আশ্রমের মধ্যে ২/৩ জন নিয়ে কাজ সেরে ফেলেন। কারণ কী? (প্রায় সকল মিডিয়া)
১০। বেশিরভাগ সময় তিনি রাতে লাশ দাফন করেন। কারণ কী? (যমুনা টিভি) ১১। তিনি হোমকেয়ার নামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয় করে ৬৬ লাখ  টাকা বৃদ্ধাশ্রমে দান করেছেন বলে সাক্ষাতকার দিয়েছেন। কিন্তু বাস্তবে তার হোমকেয়ারের কোনো সার্ভিস নেই। শুধু লাইসেন্স আছে। তাহলে তিনি কার টাকা কাকে দেন? (কালবেলা)। ১২। খ্রিষ্টান ধর্মের চার্চ দখল করতে তিনি মন্ত্রণালয়ের নামে ভুয়া চিঠি তৈরি করেছিলেন। এটার বিষয়ে কোনো উত্তর দেননি। (যমুনা টিভি, কালবেলা)
১৩। একজন মানবতাবাদী মানুষ কী করে নিজের হাতে লাঠি দিয়ে মানুষকে নির্মমভাবে পেটাতে পারে? (ভিডিও প্রকাশ হয়েছে)। ১৪। মিল্টন সমাদ্দার আটক হয়েছিলেন।সেই ঘটনা শেষ পর্যন্ত কী হয়েছিল জানা দরকার।
১৫। তিনি সাঈদী, মামুনুল হকের মতো লোকদের মুক্তির মিথ্যা প্রচারণা চালিয়েছেন। (ফেস দ্য পিপল, কালবেলা)
১৬।চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। টাকা নিয়ে আত্মসাত করা। (নিউজ লিংক কমেন্টে) ১৭। তিনি সবসময় ২টি আশ্রমের কথা বললেও অন্য একটি আশ্রমের তথ্য গোপন রেখেছেন। (এটিএন নিউজ লিংক কমেন্টে)। ১৮। শিশু পাচার/বিঅক্রি (ইত্তেফাক ভিডিও কমেন্টে)
-দেশের জনগণ  এসব বিষয়ে নিরপেক্ষ সুষ্ঠু  তদন্ত দাবি করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম