1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে মেধাবী শিক্ষার্থী ও জনপ্রতিনিধিদের সংবর্ধনা দিয়েছে পাবলিক স্টুডেন্ট এসোসিয়েশন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির সদস‍্যদের ওরিয়েন্টেশন মানিকছড়িতে শীত কম্বল বিতরন সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নে ৩০০  রামগড়ে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি-পুরস্কার বিতরণী করলেন পুতুল ফাউন্ডেশন সন্দ্বীপ ইউনিক সোসাইটির সভাপতি কাজী রহমত ও সাধারণ সম্পাদক কাজী জিহাদ নির্বাচিত। শ্রীপুরে এক পরিবারের সর্বস্ব আগুনে পুড়ে ছাই তিতাসে পল্লীরাজ আইডিয়াল স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ তিতাসে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলরামপুর ইউনিয়নে সাধারণ সভা অনুষ্ঠিত চকরিয়ায় দিনব্যাপী জেন্ডার সমতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত “প্রেস বিজ্ঞপ্তি” ২৮ শে ডিসেম্বর রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সুশীল ফোরামের উদ্যেগে সীমান্ত হত্যা বন্ধ ও বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গনমাধ্যমের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

ঈদগাঁওতে মেধাবী শিক্ষার্থী ও জনপ্রতিনিধিদের সংবর্ধনা দিয়েছে পাবলিক স্টুডেন্ট এসোসিয়েশন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৫৭ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধি ও বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

২০ জুন বৃহস্পতিবার এর আয়োজন করে পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল এন্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এসোসিয়েশন, ঈদগাঁও। এ উপলক্ষে উচ্চ শিক্ষা বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন করে সংগঠনটি।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী।

এসময় উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ফয়সাল বিন মনির (জনি) ও একই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রভাষক ফয়সাল ফারুক।

সম্বর্ধিত অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তালেব, উপজেলা ভাইস চেয়ারম্যান আহমদ করিম সিকদার ও ভাইস চেয়ারম্যান কাউসার জাহান জেসমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত। ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি ও ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

সহকারি তথ্য অফিসার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাশেদুল হক রাসেলের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি ইয়াছিন আরাফাত (চবি)।

সাধারণ সম্পাদক আহসান আহমদের (ঢাবি) সঞ্চালনায় এতে শিক্ষক মোঃ সিরাজুল হক, নওশাদ মাহমুদ, উপদেষ্টা জাহাঙ্গীর আলম শাহীন, তাহের আজাদ, রিদওয়ান ফয়সাল, মামুনুর রশিদ, রাশেদ নুর, খুকুমণি, ফারাবি কায়সার, তারেকুল ইসলাম মারুফ, কার্যনির্বাহী কমিটির তাহিরুল ইসলাম ফারুক, মোহাম্মদ ফারুক, হুজাইফ মুনতাসির নাহিয়ান, তানভিরুল ইসলাম আবির, আরাফাতুল ইসলাম, মোঃ শাহজাহান মনির, মোহাম্মদ আনাস ও সাদিয়া সাইরিন শিফা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরা এলাকার গৌরব। তারা এলাকাবাসী ও অভিভাবকদের মুখ উজ্জ্বল করেন। ভবিষ্যতে এসব শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়ে দেশের সেবায় ভূমিকা রাখবেন। তাই শিক্ষার্থীদের উচিত নিজেদের ক্যারিয়ার গঠনে আরো বেশি মনোযোগী হওয়া।

তারা আরো বলেন, জনপ্রতিনিধিদের প্রধান দায়িত্ব ও কর্তব্য হলো জনগণের সেবা করা। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ নানা সেক্টরে জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথি ও ২০২২ ২০২৩ সেশনে দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেয়া হয়। এছাড়া কুইজ বিজয়ীদের নগদ অর্থ, পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম