শ্যামল বাংলা ডিজিটাল নিউজ ডেক্সঃ
পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা। এবং দলটির “ভাইস – চেয়ারম্যান” শাহ মাহমুদ কুরেশি কে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় বেকসুর খালাস দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট । [আইএইচসি]
গত সোমবার “৩ জুন ২০২৪ইং ” আদালত এই রায় ঘোষণা দেন। এই রায়ে ইমরান খান কারাগার থেকে মুক্তি হচ্ছে না সহসা ।
অন্য একটি গোপন কূটনৈতিক নথির অপব্যবহার ও প্রকাশের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।
পাকিস্তানের নিউজ মিডিয়া জিও নিউজ তথ্য জানায়।
আইএইচসি-এর প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব সংক্ষিপ্ত রায়ে তাদের খালাস দেন। এই বছর জানুয়ারীতে ইমরান ও কুরেশিকে এই মামলায় দশ বছরের কারাদণ্ড দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে তাঁরা আপিলে খালাস পেলেন।
এই রায়ের আগে ১৯০ মিলিয়ন রুপির বিনিময়ে ইমরান খানের জামিন আবেদন মঞ্জুর করেছিল আইএইচসি। প্রধান বিচারপতি ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরের দুই সদস্যের বেঞ্চ এই জামিন মঞ্জুর করে।