শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম উদ্বুদ্ধকরণ সভা ও স্পট রেজিস্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১জুন) দুপুরে রাউজান জলিল নগরস্থ চট্টগ্রাম-বা মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সর্বজনীন পেনশন স্কীম পেনশন স্কিম উদ্বুদ্ধকরণ প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগজ্যাই মামরা। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইউনুস মিয়া। বক্তব্য রাখেন সাংবাদিক নিরুপন দাশগুপ্ত, কাউন্সিলর জানে আলম জনি,শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদুল আলম। এছাড়া শ্রমিকেরা উপস্থিত ছিলেন। পেনশন স্কিম উদ্বুদ্ধকরণ সভা শেষে দুই শতাধিক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।