1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ৫৪ হাজার পিস ইয়াবা সহ আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলা উপজেলার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অংশ গ্রহণে টি-১০ টুর্ণামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা হচ্ছে নির্মল আনন্দ ও বিনোদনের মাধ্যম-ছাত্রনেতা নাসিম মোড়ল রাজশাহীতে বোয়ালিয়া থানাধীন পৈতৃক সম্পত্তি দখলের পায়তারা মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক জনাব এস, এ, জিন্নাহ’র ৩১ দফার লিফলেট বিতরণ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপির হরতাল প্রত্যাহার ! মাগুরায় মাদরাসাতু আহমাদ শাখার উদ্বোধন যুব সমাজ ইসলাম প্রচারে এগিয়ে আসা সমাজের একটি ইতিবাচক দিকঃ এস. আলম রাজীব শিক্ষানুরাগী মোফাজ্জেল হোসেনের ট্রাস্টের উদ্যোগে বৃত্তি প্রদান পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অপহরণের পর মুক্তিপণ দাবি, আটক  ২

চৌদ্দগ্রামে ৫৪ হাজার পিস ইয়াবা সহ আটক ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৯১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন,

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মো: ইয়াছিন (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ইয়াছিন চট্টগ্রাম জেলার ভুজপুর (ফটিকছড়ি) থানাধিন নতুন পাড়া এলাকার মোহাম্মদ ইদ্রিস এর ছেলে। মঙ্গলবার (১৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেন রায়হান ও সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জুগিরখিল রাস্তার মাথা এলাকার উপজেলার ঘোলপাশা ইউনিয়নের জুগিরখিল গ্রামের জনৈক আব্দুল মমিন মিয়ার বাড়ীর সামনের কাঁচা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে একটি সন্দেহভাজন পানভর্তি একটি পিকআপ গাড়ীতে তল্লাশী চালিয়ে পানের ঝুড়ির ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় পিকআপ গাড়ীটি (ঢাকা মেট্রো-ন-১৮-৯১৫৭) জব্দ করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালক সহ অজ্ঞাতনামা আরো তিন-চারজন লোক কৌশলে পিকআপ থেকে নেমে দৌড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। পালানো ব্যক্তিদের মধ্যে একজন দৌড়ে জুখিরখিল গ্রামে গিয়ে আশ্রয় নেয়। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে চোর সন্দেহে বেধড়ক মারধর করে ছেড়ে দেয়। সংবদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা কর্তৃক ধৃত আসামীকে না পেয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজখবর নিতে গেলে হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানতে পারে মো: ইয়াছিন নামে গুরুতর আহত এক ব্যক্তি প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চলে গেছে। পরে পুলিশ সেখানে গিয়ে জানতে পারে ঐ ব্যক্তি চিকিৎসা নিয়ে পুলিশি গ্রেফতার এড়াতে হাসপাতাল থেকেও পালিয়ে গেছে। পরে রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লা ইপিজেড গেটের বিপরীত পাশের একটি বেসরকারি হাসপাতাল (নিউ ভিশন হাসপাতাল) থেকে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঐ ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় সীম সহ সক্রীয় একটি অপ্পো এনড্রয়েড ও একটি নকিয়া বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি মাদক পাচারের সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে। সোমবার সকালে এ সংক্রান্তে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা (নং-২১/২০২৪) দায়ের শেষে আটককৃত মাদক কারবারিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় একটি পিকআপ গাড়ী ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে এ সংক্রান্তে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম