1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচনে বিজয়ী তিন নতুন মুখ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থবছর শেষ হওয়ার আগেই সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড দুর্নীতির মামলায় ডা. জুবাইদা রহমানকে আপিলের অনুমতি সারাদেশে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি চলছে ঢাকাস্থ সুবিদপুর কল্যান সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাবেক এমপি মমতাজ গ্রেফতার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব চন্দনাইশে দাবদাহ ঘন ঘন লোডশেডিং অতিষ্ট সাধারণ মানুষ মাগুরায় আওয়ামী লীগ এর সকল কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জামায়াতের শুকরানা মিছিল চট্টগ্রাম চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া বুলার তালুক এলাকার বিশিষ্ট সমাজসেবক, বিএনপি নেতা আবুল বশর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচনে বিজয়ী তিন নতুন মুখ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১২১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারের নিরুত্তাপ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়া তিনজনই নতুন মুখ। রাত এগারটার পর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরপরই আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। উপজেলা পরিষদ চত্ত্বরে করা হয় বিজয়ী মিছিল। মধ্য রাতেই নির্বাচিত তিনজনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন দলীয় নেতাকর্মীরা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সহ-সভাপতি সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. রহমত উল্লাহ বাবুল আনারস প্রতীক নিয়ে ১ লাখ ২৫ হাজার ৩৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান এ কে এম গোলাম ফারুক হেলাল দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৪৬৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসহাক খাঁন বই প্রতীক নিয়ে ১ লাখ ২৪ হাজার ৬৭১ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এ এস এম শাহীন মজুমদার টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪৬৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজেরা আক্তার ববি কলস প্রতীক নিয়ে ১ লাখ ২৪ হাজার ৮৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহিমা আক্তার শিল্পী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৫৭১ ভোট।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এবার নারী পুরুষ মিলিয়ে চৌদ্দগ্রাম উপজেলায় ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ৯৮ হাজার ১৩১ জন। নির্বাচনে বৈধ ভোট পড়েছে ১ লাখ ৩২ হাজার ৫৯৯ ভোট। বাতিল হয়েছে গড়ে ৩ হাজার এর অধিক ভোট। ভোট কাস্ট হয়েছে ৩৪.০৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net