নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জেলার নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকগণের “শৃঙ্খলা, দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহিতা জোরদারকরণ এবং বাল্য বিবাহ নিরোধে উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা শহরের একটি বেসরকারী কনভেনশন হলে জেলা রেজিস্ট্রার অনুষ্ঠানের সভাপতি ও কোর্স পরিচালক মোঃ আনোয়ারুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য রিসোর্স পার্সন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রিসোর্স পার্সন পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো ইব্রাহিম, উপজেলা সহকারী ভূমি কমিশনার শাহ নেওয়াজ তানভীর ও কোর্স সমন্বয়ক ও রিসোর্স পার্সন স্বদেশ চন্দ্র চন্দ প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন, কোর্ট আঙ্গিনায় নোটারী পাবলিক করে কম বয়সকে বাড়িয়ে বেশি করে বিবাহ রেজিস্টি করা হয়। এটা বেআইনী। নোটারী করে বিবাহ পড়ানো সম্পূর্ণ বেআইনী।
জেলা রেজিস্টার আনোয়ারুল হক চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে নিকাহ রেজিস্টারগনকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য আজকের এ কর্মশালা। বাল্য বিবাহ সমাজের জন্য ক্ষতিকর । বাল্য বিবাহ রোধে সবাইকে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান।