নোয়াখালী প্রতিনিধি :
কয়েকমাস পর পর দোকান পরিবর্তন করে ম্যানেজার হিসেবে কাজ করে পরে সুযোগ বুঝে টাকা আত্মসাৎ করাই হলো তার পেশা। পরে পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। আটকৃত আব্দুর রহমান নোয়াখালী জেলার চরশাহী ইউনিয়নের মৃত আব্দুর রবের ছেল।
বৃহস্পতিবার সকালে চন্দ্রগঞ্জ থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
ভুক্তভোগী মাসুদ চৌধুরী জানান, আমার চৌমুহনী চৌরাস্তায় নামিয়া পলটি ফিড এন্ড মেডিসিন নামে একটি দোকান আছে। প্রতারক আব্দুর রহমান ম্যানেজার হিসাবে চাকুরী
করত। পরে সে সুযোগ বুজে সে আমার এ বি ব্যাংক চৌমুহনী শাখা থেকে হতে ৪ লক্ষ্য ৯০ হাজর টাকা উত্তোলন করে পালিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতারক আব্দুর রহমান সে বিভিন্ন সময় বিভিন্ন দোকানে ম্যানেজার পরিচয় দিয়ে চাকরি গ্রহণ করে কিছুদিন পরে সেখান থেকে টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ আনারুল ইসলাম জানান, ভুক্তভোগী মাসুদের অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা তাকে আটক করা হয়। তার নামে বিভিন্ন জায়গায় প্রতারণা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনের লোক ব্যবস্থা প্রক্রিয়াধীন।