1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদা নদীর হারানো ঐতিহ্যকে ফিরে আনতে হবে - এমপি ফজলে করিম চৌধুরী  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা হোক -অধ্যাপক ডাঃ বাচ্চু নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ৬ হাজার কম্বল পেল শীতার্ত মানুষ  মাগুরায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হারবাং পহরচাঁদা ইক্বামতে দ্বীন সংগঠনের দুই দিনব্যাপী ২৪তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল শ্রীপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন মিফতাহুল জান্নাত’ মহিলা মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে এমজেএল বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিও কর্মীদের মারপিট-শ্লীলতাহানী — গ্রেফতার-২ জন ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জের পাকা রাস্তার উপর প্রাচীর নির্মাণ, চলাচলের ভোগান্তিতে ৪০ টি পরিবার !

হালদা নদীর হারানো ঐতিহ্যকে ফিরে আনতে হবে – এমপি ফজলে করিম চৌধুরী 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৭২ বার

শাহাদাত হোসেন,

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প ২য় পর্যায় মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম শীর্ষক প্রকল্প কেন্দ্রীয় কর্মশালায় রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। কার্পজাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য হালদার ভূমিকা গুরুত্বপূর্ণ। হালদাকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর হারানো ঐতিহ্যকে ফিরে আনতে রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি সংসদ সদস্য ও হালদা পাড়ের বাসিন্দাদের নিয়ে কমিটি করতে হবে। তাহলে হালদার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি আরও বলেন, হালদা নদীর সাথে সংযুক্ত শাখা খাল গুলো খনন করতে হবে এবং শাখা খালের মধ্যে কলকারকারখানা, ডেইরী ফার্ম, পোল্টি ফার্মের  বজ্য ফেলা বন্ধ করতে হবে।যারা  হালদা মাছ শিকার করে তাঁরা দেশের শত্রু। তাদের আইনের আওতায় আনতে উপজেলা প্রশাসনকে কাজ করতে হবে। শাখা খালের সুইস গেইট সংস্কার এবং অকেজো হ্যাচারি গুরো মেরামত করতে হবে। নতুন ভাবে আরো হ্যচারী নির্মান করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার (৪জুন) দুপুরে আয়োজিত কর্মশালা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পাদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার।তিনি তার বক্তৃায় বলেন হালদা নদীর মা মছের প্রজনন বৃদ্ধি ও মাছের অভয়শ্রম গড়ে তোলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে । সকলের সহায়তা পেলে হালদার পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হবে।

বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম ( সার্বিক) অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান,  খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমাসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির। এই অনুষ্ঠানের আগে হালদা নদী সর্তারঘাট এলাকায় হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।প্রায় দুই’শ কেজি পোনা অবমুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম